নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়ার পর

ইশতিয়াক

ইশতিয়াক০০৮

জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............

ইশতিয়াক০০৮ › বিস্তারিত পোস্টঃ

তোর বাস কয়টায়?? B-)

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

আমার ছোট খালা পুরাই কাঁঠাল খাওয়ার পাগল

গতদিন যখন ২ টা কাঁঠাল নিয়ে খালার বাসায় গেলাম

খালা বিশাল খুশি



খালাঃ বাড়ির কোন গাছের কাঁঠাল রে??

আমিঃ আমি কেমনে কইতাম, আমি তো আর গাছে উইঠা পারি নাই, আর গাছেরও তো নাম লিখা ছিল না

খালাঃ তুই কি তোর মায়েরেও এমনে জ্বালাস??

আমিঃ আমি তোমারে কই জ্বালাইলাম, আজব



একটু পরে



খালাঃ ইশতিয়াক, কাঁঠাল কি পাকা??

আমিঃ আমি জানি না

খালাঃ একটু টিপে দেখ পাকছে কিনা??

আমিঃ টিপে কেন, আমি বাঁশ দিয়ে বাড়ি দিলেও বুঝমু না কাঁচা না পাকা



খালা পুরা রেগে ফায়ার

আবার একটু পরে



খালাঃ ইশতিয়াক, কাঁঠাল পাকা, যা একটু ভেঙ্গে আন, নাস্তায় রুটি দিয়ে খাই

আমিঃ আমি ভাঙতে পারি না



খালা তো পুরা রেগে ফায়ার হয়েই ছিল, এইবার দিল চিল্লানি



খালাঃ কি পারস তুই?? তোর বউ তোরে চুমা দিবো, দেখিস......গররররররররর

আমিঃ কবে দিবে খালামনি, দিনে কয়টা করে দিবে?? এমনি এমনি দিবে নাকি তুমি বলে দেয়ার পরে দিবে??

খালি দিনেই দিবে, রাতে দিবে না??



খালা আমার কথা শুনে পুরা বাকরুদ্ধ হয়ে গেলো

একটু পর পর বিড়বিড় করে বলতেছে



খালাঃ কোন সন্দেহ নাই, তুই আমার বোনটারেও জালায়ে মারস



কিছুক্ষন পরিবেশ ঠাণ্ডা রইল

একটু পর আবার খালার ঝাড়ি



খালাঃ তুই কি কাঁঠাল খাবিও না??

আমিঃ নাহ, তুমি এতো পছন্দ কর, তুমিই খাও

খালাঃ তুই কি খাবি?? ইংলিশ মুভি??



আমি ২ পাটি দাঁত করে



আমিঃ খালামনি ভালো কথা মনে করছ, ৩০০ টাকা দিবা খালামনি?? IRONMAN 3 দেখবার মন চায়



আমার খালা কিছুক্ষন চুপ করে কি ভাবল

তারপর



খালাঃ তোর বাস কয়টায়??



এইডা কিছু হইলো /:)

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা দুষক :(( :(( :((

এইডা কুন কথা হইল?????


কাঠাল হজম হওয়ার আগেই জিগায় বাস কয়টায়?????


২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:১০

আহলান বলেছেন: আহ কাঠাল প্রেমিক?

৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

নীল-দর্পণ বলেছেন: হা হা হা...... =p~ =p~

৪| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:০১

বটের ফল বলেছেন: আপনার জন্য :(( :(( :((

আমার জন্য ;) ;) ;) :#) :#) :#) =p~ =p~ =p~

৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

কাকতড়ুয়া007 বলেছেন: Same as my Mother, Aunty & Grandmother (Nanu).

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.