নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়ার পর

ইশতিয়াক

ইশতিয়াক০০৮

জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............

ইশতিয়াক০০৮ › বিস্তারিত পোস্টঃ

হাঁটতে হাঁটতে ক্লান্ত এই দুই পেয়ে জীব.

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

জীবন টা এক সময় এমন ছিল না

অনেক সুন্দর ছিল

অনেক স্বপ্ন ছিল

স্কুলে থাকতে টিফিন এর সময় বাসায় এসে খেয়ে যেতাম

পরীক্ষার রেজাল্ট কার্ড নিয়ে ঘরে ঢুকতাম

থার্ড থেকে সেকেন্ড হলে কলোনির এক মাত্র টিএন্ড টি ফোন থেকে আব্বুকে কল দিয়ে মিস্টি আনতে বলতাম

সেই টিফিন এ বাসায় আসা বন্ধ হয়ে গেল একটা সময়

রেজাল্ট টাও কোনমতে ধরে রাখলাম ১০ এর মধ্যে

জীবন বদলে গেল

বদলে গেল না বদলে দিলাম

বুঝতে পারলাম না

জীবনে প্রেয়সীদের আসা যাওয়া শুরু হইলো

কেও আসলো অনেক কাহিনী করে

গেলও অনেক কাহিনী করে

কিছু টিনেজ স্বপ্ন সিনেমার স্টান্ট দের মতো বাস্তবতার আড়ালেই থেকে গেল

যে যাবার সে যাবেই

আর

ধরে রাখতে না পারলে তো চলে যাবেই

এই দুই স্টিম রোলার চিপায় অন্ধ হয়ে স্বপ্ন গুলা দৃষ্টি হারালো

জীবন কিন্তু থেমে থাকে নাই

স্বপ্ন গুলা কিন্তু আকাশে ডানা মেলে উড়ে থাকা থেকে বিরত থাকে নাই

আশে পাশের সব কিছু চলছে তার আপন গতিতে

বন্ধু বান্ধব দের চাকরি হচ্ছে

চলে যাওয়া প্রেয়সী দের বিবাহ হচ্ছে

দিবা স্বপ্নে তাদের বিয়ে তে গিয়ে পোলাও কোর্মা খাচ্ছি

চলছে দিন

চলবে জীবন

কোন টাইম মেশিন নেই

কোন ফিউচার দেখার মনিটর নেই

তাও ডান পায়ের পর বাম পা ফেলে সামনে আগাতে হবে

আমাদের জন্মই হয়েছে সামনে হাটার জন্য

হাট হে দুই পেয়ে জীব, হাট

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

কস্কি বলেছেন: জীবন টা এক সময় এমন ছিল না!!

অনেক সুন্দর ছিল!!!

অনেক স্বপ্ন ছিল!!!





কিন্তু এখন …………………………………………………………

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের জন্মই হয়েছে সামনে হাটার জন্য
হাট হে দুই পেয়ে জীব, হাট :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.