নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়ার পর

ইশতিয়াক

ইশতিয়াক০০৮

জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............

ইশতিয়াক০০৮ › বিস্তারিত পোস্টঃ

জীবনটা এক সময় এরকম ছিল না(ভার্সন ২)

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:১৮





একটা সময় জীবন আটকা ছিল নেভি কলোনির দেয়াল এর মধ্যে

স্কুলে যাও, চলে আস

হঠাৎ করেই জীবনে বাস্তবতার খড়গ নেমে আসলো

বাইরে ভাড়া বাসায় উঠলাম

সেই সময় ২০-৩০ মিনিট হেটে স্কুলে যেতাম

বৃষ্টির মধ্যে ১৪ নাম্বার কাঁচা বাজার এর মধ্যে দিয়ে

মাছের বাজারের কাদার মধ্যে পিছলা খেতে খেতে স্কুলে যাওয়া

এখন যখন ১৪ নাম্বারে গিয়ে রাস্তার জায়গায় পার্ক

আর বাজারের জায়গায় পিচ ঢালা রাস্তা দেখি

বুক চিরে একরাশ কষ্ট বের হয়ে আসে

দাড়ি গোঁফ গজানোর পড়ও আমার দৌড় ছিল

এদিক থেকে ১০ নাম্বার আর ওই দিকে বনানি পর্যন্ত

উত্তরা, সে তো অনেক দূর

সদরঘাট, শুধু টিভি তেই দেখা যায়

আর এখন

উত্তরা, সেটাতো বনানির এ আর টাওয়ার থেকেই দেখা যায়

সদরঘাট, সেটাতো পি জি হাসপাতালের আউটডোরের দুই তালায় দাঁড়ালেই দেখা যায়

দিন বদলে গেছে

সময় বদলে গেছে

পরিবেশ বদলে গেছে

আমি বদলে গেছি

আমার এই নোংরা শহরটা বদলে গেছে

এখন মহাখালি অফিসে যাওয়ার সময় আব্বু আম্মু যখন প্রতিদিনই কমপ্লেইন করে

কেন মিরপুর ১৪ ঘুরে যাই

কেন ডাইরেক্ট গ্রামীণে যাই না

আমি মনে মনে বলি

এই ১৪ নাম্বার এর তিন রাস্তা আমার কাছে যেই আপন লাগে

অন্য কোন রাস্তা আমার কাছে এতো আপন লাগে না

১৯-২০ বছরের টান অগ্রাহ্য করতে পারি না

১০-১৪ যাওয়ার রাস্তাটা পুরা রোলার কোস্টার এর রাস্তা হয়ে গেছে

তারপরেও রোলার কোস্টারে চড়তে যাই

কিছু ভালবাসা, কিছু টান অগ্রাহ্য করা যায় না

পারা যায় না

আমিও পারি না — একটি রাস্তার ইতিকথা, একটি রাস্তার প্রতি ভালবাসা.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.