![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
৭ টি আজাইরা ভাদাইম্মা পোস্টের প্রথম পোস্ট
সে কোন এক সন্ধ্যা রাতের কথা
আমি তখন চলে যাওয়া প্রেয়সীর সাথে প্রেমের সাগরে বৈঠা ছাড়াই নৌকা বাইতেছি
চলে যাওয়া প্রেয়সীর সাথে তো সেই রকম চলতেছে
আমি তো প্রায়ই দেখা করার জন্য বেশ কান্নাকাটি করতাম
একদিন সে রাজি, দেখা করার জন্য
তো দেখা করার তারিখ ঠিক হওয়ার পর
সে আমাকে জিগ্যেস করে
“আচ্ছা, তুমি এই যে দেখা করতে চাও, খাওয়াইতে চাও, তুমি তো এখন কিছু করো না, টাকা পাবা কই??”
আমি তো বরাবরই একটু ফাজিল
তো এই জায়গা তেও ফাইজলামি করতে ছাড়লাম না
বলে বসলাম
“ব্যাপার না, দরকার পরলে আমি আমার একটা HEART বিক্রি করে দিবো”….
Heart? Heart?? Heart ???
ভাই, বিশ্বাস করেন আর নাই করেন, আমার মুখের ডাইলগ শুনে আমি নিজেই তব্দা খেয়ে গেছি, আমি মোবাইলের মাইক্রোফোন চেপে ধরে অনেক কষ্টে হাসি আটকানোর চেষ্টা করতেছি
কিন্তু এর পরে চলে যাওয়া প্রেয়সী যেই রিপ্লাই দিলো সেটা শুনে আর হাসি আটকাইতে পারলাম না
উনার রিপ্লাই
“দেখো, বাংলা সিনেমার ডাইলগ দিবা না…”
হায়, খোদা, উনি আমার “HEART” ধরতে পারে নাই
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা……
কেও আমারে মাইরালা
এইডা কি হইলো
আমি তো হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি দিতেছি
উনি ভাগ্য ভাল কলটা কেটে দিছে
এদিকে আমি হাসি থামিয়ে দরজার দিকে তাকায়ে দেখি
আমার আম্মু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকায়ে আছে
আম্মুর মুখেও হাসি
আম্মু অনেক কষ্টে মুখ টা শক্ত করে আমাকে জিগ্যেস করে
“তুই এসব ভাঁওতাবাজি কার সাথে করিস??”
কাহিনি যদি এখানেই শেষ হতো তাহলে তো ভালই হতো
কিন্তু পদ্মার জল আরও কিছু দূর গড়াইল
রাতের বেলা আম্মু আব্বুকে বলতেছে
“তোমার ছেলে কোন মেয়ের জন্য তো নিজের Heart বিক্রি করে দিতে চায়”
আব্বু শুনে এক চোখ একটু কুঁচকায়ে বলে
Heart? একটু বেশি হয়ে গেলো না??
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
আরিফুর রহমান বাবুল বলেছেন: হাহাহাহাহাহাহ...................................কোন হাটে বেছা কেনা করবেন ভাই>>>>>
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আজাইরা পোস্টে স্বঙ্গানে--------------------------- দিলাম।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৯
গুগলরকস বলেছেন: হা হা হা হা হা আপনার বাপ জোস!
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
নীল-দর্পণ বলেছেন: Heart? Heart?? Heart ??
......
Heart? একটু বেশি হয়ে গেলো না??