![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
চোখের সামনে ভাসে না কাড়ি কাড়ি টাকা
চোখের সামনে ভাসে না দামি দামি গাড়ি
চোখের সামনে ভাসে না লাইনের পর লাইন লেখা সি শার্পের কোড
চোখের সামনে শুধু ভেসে বেড়ায় পিচ্চি সাদা একটা পিম্পল
উপরের ঠোটের ডান কোনায় পিচ্চি সাদা একটা পিম্পল
যেটা ফাটিয়ে দেয়ার একটা প্রবল ইচ্ছা একদিন শক্ত হাতে দমন করেছিলাম
যেটা আবার একবার দেখার আশায় আবার একদিন দাড়াতে ইচ্ছা করে সেই কলেজ গেটের রাস্তার উল্টা পাশে
ভালবাসা হারিয়ে গেছে
সম্পর্ক চুকে গেছে
কিন্তু পিম্পলটা রয়ে গেছে সেই মনের কানা গলিতে
রয়ে গেছে, রয়ে যাবে . . .
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: বেশ ভাল লাগলো!!