নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়ার পর

ইশতিয়াক

ইশতিয়াক০০৮

জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............

ইশতিয়াক০০৮ › বিস্তারিত পোস্টঃ

কপাল কি প্যান্ট এর রাবার?? যে টানলেই বড় হবে X(

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৭

যারা Game of thrones দেখেছেন তারা Bastard কে তো চিনেন

এই যুগের বাস্টার্ড হলাম এই আমরা মধ্যবিত্তরা

যে দিকেই যাই

কেও আমাদের পছন্দ করে না

ঘরে বাইরে, কোথাও কেও না

তার পরেও আমরা আমাদের আসে পাশের সবার কাছে দায়বদ্ধ

আমাদের নিজের লাইফ বলতে কিছু নেই

আমাদের জীবনের এতো গুলা বসন্ত পার করতে আমরা যে পরিমাণে আরেক জনের সাহায্য নিয়ে পার করেছি তা টালি খাতায় হিসাব করে শেষ হিসাব বের করা সম্ভব না

আর সে কারনেই আমরা অনেক কিছুই ইচ্ছা হলেই করতে পারি না

পারি না hush puppies এর এক জোড়া স্যান্ডেল কিনতে

কারন ওই টাকা দিয়ে যে পুরো মাসের গাড়ি ভাড়া দেয়া লাগবে

পারি না মন চাইলেই সি এন জি তে উঠতে

কারন ওই টাকা দিয়ে যে পুরো সপ্তাহের সকালে খাওয়ার ডিম কিনা লাগবে

ভালবাসার মানুষটা সম্পর্ক শেষ করার জন্য বলে গেছে

“আচ্ছা, তুমি তো জানো আমি কেমন খরচ করি, তুমি যেই বেতন পাও, তা দিয়ে কি পারবা আমাকে পালতে ??????????????????????????????????????????????????????????????????????”

এ কথাটা শোনার পর, পারি না দুঃখে ছাদ থেকে লাফ দিতে বা কষ্টের চোটে ট্রেনের নিচে মাথা পেতে দিতে

কারন অনেক গুলা মুখ আমাদের দিতে না তাকায়েও তাকায়ে থাকে

আমাদের বাড়ি ফেরার অপেক্ষায় প্লেটে ভাত তরকারি প্লাস্টিকের ঢাকনা দিয়ে ঢেকে বসে থাকে

হুম, আমরা পারি না, অনেক কিছুই পারি না

আমাদের এই দায়বদ্ধতা আমরা কোনদিনই এড়াতে পারবো না

পারার চেষ্টা করেও লাভ নেই

সো শুধু শুধু ৫-৬ টা ঘুমের ঔষধ খেয়ে দায়বদ্ধতা এড়ানোর লোক দেখানোর চেষ্টা করে লাভ নেই

খেলে একবারে পটাশিয়াম সায়নাইড খেয়ে মরে যা

নাহলে সেই মুখ, যেটা তোর বাড়ি ফিরার অপেক্ষায় বসে আছে, তার জন্য এক বোতল জেলি কিনে নিয়ে যা

ভালবাসা পাবো না

ভালো-বাসা পাবো না

কি করার

কপাল কি প্যান্ট এর রাবার

যে টানলেই বড় হবে

বাসে পাসে বসা ১১ মাস বয়সী বাচ্চাটার জানালা দিয়ে বের হয়ে যাওয়ার আকুল আকুতি দেখেই জীবন পার করতে হবে

জীবন চলছে

চলবেই

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪

অর্ণব_০০৭ বলেছেন: আলাদীন এর চেরাগ পাইলে বলতাম কপালটারে পেন্টের রবার বানাইয়া দে :D :D :D :D

২| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৭

উদাস কিশোর বলেছেন: অর্ণব_০০৭ বলেছেন: আলাদীন এর চেরাগ পাইলে বলতাম কপালটারে পেন্টের রবার বানাইয়া দে ।
হাঃ হাঃ হাঃ

৩| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৩

তুষার মানব বলেছেন: :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.