![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
একটা সম্পর্ক কখনই আস্তে আস্তে ভালো হয় না
কালো হয়, মানে খারাপ হয়
আপনি একটা মানুষের সাথে ভুল করে এক দিন খারাপ ব্যাবহার করে ফেলবেন
সে সেটা আজিবন মনে রাখবে
তাকে হয়তো এক রাজ্যের ঐশ্বর্য দিয়ে সেটা কিছু দিনের জন্য ভুলিয়ে রাখতে পারবেন
কিন্তু সে এক বারে ভুলে যাবে না
তার মনে যেই দাগ টা পরবে সেইটা অবিনশ্বর একটা দাগ
তাই একটা সম্পর্ক শুরু করার আগে একটা মানুষের ১০১ বার ভেবে নেয়া উচিৎ
আমি কি? আমাকে কেমন ব্যাবহার করতে হবে?? আমাকে কি করতে হবে???
ওকে, আমি এমন, ওকে আমার এই আমি কেই মেনে নিতে হবে
এমন দিন আর নেই
মানুষ এখন সেটাই মেনে নেয় যেটাতে এখন তার লাভ হয়
অন্য মানুষের স্বপ্ন ভাঙ্গার আগে, তাকে ১০ টা খারাপ কথা বলার আগে অন্তত এক বার ভাবা উচিৎ
আমি এখন যেই পথে এখন হাটা শুরু করবো
সেইটা ওয়ান ওয়ে রোড
ফেরত আসার আর কোন উপায় যে নেই
©somewhere in net ltd.