![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
ছেলেরা কেমন মেয়ে বিয়ের জন্য পছন্দ করে এ নিয়ে অনেক অনেক মতবাদ আছে
অনেক কমন একটা মেয়েলি মতবাদ হোল
“ছেলেরা জিনস--টি-শার্ট পড়া মেয়ে পছন্দ করে শুধু গার্লফ্রেন্ড হিসেবে, আর বিয়ে করার সময় খুজে বোরকাওয়ালি”
এটা সত্যি কিনা সেই তর্কে আমি যাবো না
আমি যাচ্ছি একটু অন্য দিকে
আসলে বেশিরভাগ ছেলেরা চায়
এমন একটা মেয়েকে জীবন সঙ্গি করতে
যাকে তার “মা” একবার দেখার সঙ্গে সঙ্গেই পছন্দ করে
কারন একমাত্র “মা” ই বুঝতে পারে মেয়েটা তার ছেলের জন্য পারফেক্ট কিনা
কিন্তু আজকাল যেই কাজ টা সব ছেলেরাই করে বসে তা হোল
আগেই কোন মেয়েকে মন দিয়ে বসে থাকে
তারপর শুরু হয় “মা” এর কাছে মেয়ের গুণগান
মেয়ে ভালো, বিশাল মেধাবী, রূপবতী-রাজকন্যা, ব্লা ব্লা ব্লা…
যাতে ছেলেটার ভালবাসার মানুষ টা কে “মা” এক পলক দেখা মাত্রই পছন্দ করে ফেলে
বেশিরভাগ সময় দেখা যায় ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে “মা” বলে বসে
“ঠিক আছে, ওকে এক দিন বাসায় নিয়ে আসিস, আমাদের সাথে এক বেলা খেয়ে যাবে”
তখন শুরু হয় আরেক Game of Thrones খেলা
সেটা না হয় আরেক দিন লিখবো
আজকে “মা” ছেলের Tom & Jerry খেলা পর্যন্ত ই থাকুক
©somewhere in net ltd.