![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিবনে প্রতিটা মুহূর্তে যা দেখি তা ই লিখার চেষ্টা করি.............
দিনের শুরুতেই দেখলাম এক রূপসীকে
অঝর ধারায় কাদতেছে
মা বিয়ে ঠিক করছে
উনার পাত্র পছন্দ না
তাই উনি পরিক্ষার হলেই
পরীক্ষা শুরু হওয়ার আগেই কেদে দিলেন
সেই অসাধারণ সুন্দর কাজল দেয়া চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে
দেখেই বুক টা ভেঙ্গে ছারখার হয়ে গেলো
আবার দিনের শেষে দেখতেছি
আরেক রূপসীর ইটা ফোন অফ, লুমিয়া অফ, ফেইসবুক অফ
এগুলা হোল “উনাকে কেও দেখতে আসছে” তার লক্ষন
উনিও নিশ্চয় এখন চোখে মোটা করে কাজল দিয়ে,
ঠোটে লাল লিপস্টিক দিয়ে,
মাথায় আধা হাত ঘোমটা দিয়ে তার হবু শাশুড়ির সামনে বসে আছেন
আর ডিপ ডিপ বুকে ভাবতেছেন
এইবার কি হয়েই গেলো বিয়ে??
©somewhere in net ltd.