নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর একজন স্হায়ী অধিবাসীর ব্লগ... ... ...

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

ইসটুপিড

ভালবাসি আলকেমি (পারিনা যদিও)

ইসটুপিড › বিস্তারিত পোস্টঃ

দুধ পান করে মাতাল হবেন পাকিস্তানী দেবদাস ‘আবদুল্লাহ’

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৩১

পাকিস্তান মতিনিধি



মালাউন ঔপন্যাসিক শরত চন্দ্র চট্টপাধ্যায় রচিত হিন্দুয়ানী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে চলচিত্র নির্মান করছেন ইসলামী রাস্ট্র পাকিস্তানের মুসলিম চলচিত্র নির্মাতা নাদিম শাহ।



আর এ চলচিত্রে ইতিহাসে প্রথম বারের মত দুধ পান করে মাতাল হতে যাচ্ছেন কেন্দ্রীয় চরিত্র ‘আবদুল্লাহ’।



এ বেপারে নাদিম শাহ মতিকণ্ঠের সংগে এক অন্তরংগ সাক্ষাতকারে পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘দেবদাস’ একটি কাদিয়ানী নাম। পাকিস্তানে এইসব কাদিয়ানীপনা ছইলত ন। তাই ‘দেবদাস’ এর ইসলামী সংস্করন ‘আবদুল্লাহ’ নামে চলচিত্রটি মুক্তি পাচ্ছে।



শরত চন্দ্রের প্রতি ক্ষোভ প্রকাশ করে নাদিম শাহ বলেন, শরত চন্দ্র একটি অভিশাপ। তার উপন্যাসে কাদিয়ানী নায়ক দেবদাস প্রচুর মদ্য পান করে ও রমনীদের সংগে জেনাহ করে বেড়ায়। কিন্তু ইসলামী রাস্ট্র পাকিস্তানে চলচিত্রে মদ্য পান প্রদর্শন করা সম্ভব নয়। তাই মাতলামির জন্য কেন্দ্রীয় চরিত্র আবদুল্লাহকে প্রচুর পরিমান দুধ পান করে রমনীদের সংগে জেনাহ করতে হচ্ছে।



রমনীদের সংগে জেনাহের দৃশ্য ইসলামী রাস্ট্র পাকিস্তানের চলচিত্রে কেন দেখান হচ্ছে, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নাদিম শাহ বলেন, ডাব ধরে ঝাকি দিলে কেন কলকল শব্দ হয়? বাদামবুট খেলে কেন পাবলিকে বাসে লোকজন রাগারাগি করে? তারেক জিয়া কেন মানহানির মামলা করে? কিছু কথা থাক না গুপন।







Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৫

অচিন তারা বলেছেন: হা হা হা জটিল বলেছেন .... :)

২১ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২

ইসটুপিড বলেছেন: কিছু কথা থাক না গুপন!!

২| ২১ শে জুন, ২০১৩ রাত ৯:০০

পীপিলিকা বলেছেন: চ্রম হইছে বস......

২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:০৬

ইসটুপিড বলেছেন: হ, মতিকন্ঠ একটা জিনিষ, মালটা ফ্রেশ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.