নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর একজন স্হায়ী অধিবাসীর ব্লগ... ... ...

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

ইসটুপিড

ভালবাসি আলকেমি (পারিনা যদিও)

ইসটুপিড › বিস্তারিত পোস্টঃ

শনিবার হরতাল ডেকেছে নিউজিলেন্ড

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

ক্রীড়া মতিবেদক



পর পর দুটি ওয়ান ডে মেচে পরাজয়ের পর শনিবার দেশবেপী হরতালের ডাক দিয়েছেন নিউজিলেন্ডের কেপ্টেন মেক আবুল কালাম ওরফে মেককালাম।



আজ বাংলাদেশের কাছে ৪০ রানে হারার পর প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এ হরতালের ডাক দেন মেককালাম।



মেককালাম বলেন, জয় পরাজয় নয়, অংশ গ্রহনই বড় কথা। আমরা চাই বাংলাদেশ অংশ গ্রহনই বড় কথা মডে খেলাধুলা করুক। কিন্তু দুঃখের সংগে বলতে চাই, আন্তর্জাতিক কৃকেটের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ খেলতে পারছে না।



আবেগঘন কণ্ঠে মেককালাম বলেন, গত মেচে বিস্টির কারনে আমরা অসুবিধার মুখমুখী হয়েছিলাম। লুইস পদ্ধতিতে অংকের মারপেচে বাংলাদেশ জয় লাভ করে। বিস্টিটা না নামলে দেখাইয়া দিতাম কৃকেট কারে বলে।



দাওয়াত দিয়ে ডেকে এনে বৃষ্টিতে ভিজানর অভিযোগ এনে মেককালাম বলেন, তারা সমানে চার ছয় মারল, আর আমরা একটু মারতে নামতেই বাংলাদেশের কেপ্টেন মুশফিকুর বলে কি, এস তবে বিস্টি নামাই। তারপরই কুকুর বিড়াল বিস্টি হল। আমরা হারিয়া গেলাম। এ কেমন আচরন? নিজেরা শুকনা মাঠে বেট করবা আর আমাদিগকে ভিজা মাঠে বেট করতে পাঠাইবা, একে ত লেবেল প্লেইং ফিল্ড বলে না।



আজকের মেচে কি সমস্যা ছিল, এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে মেককালাম বলেন, আমরাও চাই বাংলাদেশ খেলিয়া জিতুক, কিন্তু সেই খেলা স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হতে হবে। আজকের খেলা আন্তর্জাতিক মানের হয়নি। আমরাও নিউজিলেন্ডের গরুর দুদ খাই, বাংলাদেশও নিউজিলেন্ডের গরুর দুদ খায়। কাজেই এটি একটি লুকাল খেলা হয়েছে। আমাদের সংগে আন্তর্জাতিক মানের খেলা তখনই হবে যখন বাংলাদেশ নিউজিলেন্ডের গরুর দুদ খাওয়া বন্দ করবে।



স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের কৃকেটের দাবী জানিয়ে শনিবার হরতালের ডাক দিয়ে মেককালাম বলেন, অবিলম্বে আমাদের দাবী মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ কৃকেট মেচের আয়জন করুন। জনগনের দাবী মেনে নিন।



মেককালামের দাবীর সংগে একমত প্রকাশ করে সংবাদ সম্মেলনে উপস্থিত বৃহত্তর জামায়াতে ইসলামীর বিএনপি শাখার ভাঁড়প্রাপ্ত নায়েবে আমীর ও জাতীয়তাবাদী শক্তির ‘কমপ্লান বয়’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমপ্লান ভক্ষন না করে নিউজিলেন্ডে দুদ ভক্ষন করে বাংলাদেশ কৃকেট দল আন্তর্জাতিক মান লংঘন করেছে। আমরা ক্ষমতায় আসিয়া এই দলকে প্রথমেই পাকিস্তানে বোমা-গুলির মধ্যে খেলতে পাঠাইয়া সাইজ করিব। এদের খেলার মান পাকিস্তান অপেক্ষা ভাল হয়ে গেলে বিএনপি শাখার মান ইজ্জত কিছুই থাকবে না।



এরপর মেককালাম ও ফখা ইবনে চখা নিজ নিজ বুকে হাত দিয়ে নিউজিলেন্ডের জাতীয় সংগীত ‘যে দেশে গরু খায় বার মাস সবুজ ঘাস সেই দেশ দুধের দেশ নিউজিলেন্ড’ পরিবেশন করে সংবাদ সম্মেলন শেষ করেন।



এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ কৃকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, দুদ না খেলে হবে না ভাল ছেলে!







Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

প্রিয় বলেছেন: চমৎকার।

শেষের নাম গুলি উল্লেখ না করলেও পারতেন।

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯

ইসটুপিড বলেছেন: ইহা মতিকন্ঠের স্যাটায়ার, আমার লেখা না। সোর্স মেনশন করা আছে উপরে নীচে :)

২| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

বোধহীন স্বপ্ন বলেছেন: নিউজিলেন্ডের জাতীয় সংগীত ‘যে দেশে গরু খায় বার মাস সবুজ ঘাস সেই দেশ দুধের দেশ নিউজিলেন্ড’ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

ইসটুপিড বলেছেন: হরতাল সফল করুন ;)

৩| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

এই আমি রবীন বলেছেন: রিপুট পড়ার দরকার নাই, হরতালে (বিম্পির পক্ষ থেকে) নৈতিক সমর্থন দিলাম।

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

ইসটুপিড বলেছেন: হরতালের চোটে চোখে আন্ধার দেখি সবসময়, পাশ করতে সময় ৮ মাস বেশি লাগছিল লীগের হরতালের চোটে, আর এখন বিএনপির হরতালের চোটে শুক্রবার ল্যাবে বইসা মাছি মারতে হয় :(

৪| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: নিউজিলেন্ডের জাতীয় সংগীত পইড়া তো অখন থাইকাই হরতাল দিবার মঞ্চায় :D :D :D :D

দারুন...... ;)

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২

ইসটুপিড বলেছেন: যে দেশে গরু খায় বার মাস সবুজ ঘাস সেই দেশ দুধের দেশ নিউজিলেন্ড

৫| ০১ লা নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬

রাজীব বলেছেন: হরতাল দিবো না তো কি করবো? দাওয়াত দিয়া আইনা বেইজ্জতি করতেছেন!
শুনেছি দাওয়াত দিয়ে মেহনানদেরকে পান-চুন খাওয়ানো হয়, আর আপনারা কিনা দাওয়াত দিয়া চুনকাম করবার চান!!

মানি না মানি না, হরতাল হরতাল!!

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

ইসটুপিড বলেছেন: দুদ না খেলে হবে না ভাল ছেলে!

৬| ০১ লা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: প্রথম দিকেরটা অসাধারন কিন্তু শেষের দিকে রাজনীতিক ব্যাক্তিদের নামটা না আনলেই পারতেন।

+++++++++++৮০%+++++++++++++++

০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

ইসটুপিড বলেছেন: ইহা মতিকন্ঠের স্যাটায়ার, আমার লেখা না। সোর্স মেনশন করা আছে উপরে নীচে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.