![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি আলকেমি (পারিনা যদিও)
নিজস্ব মতিবেদক
ইন্ডিয়ান ওপেন গলফে সিদ্দকুর রহমানকে চেম্পিয়ন ঘোষনার সংবাদে বিরক্ত হয়েছেন সাবেক স্বৈরাচার রাস্ট্রপতি ও পল্লী বন্ধু হোমো এরশাদ। তিনি প্রশ্ন করেন, ১৯৮৭ সালের যেই দিনে আমি গনতন্ত্রের শত্রু নূর হোসেনকে হত্যার মাধ্যমে দেশে গনতন্ত্রের ভিত মজবুত করি, সেই হত্যা বার্ষিকির দিনে এমন বিভ্রান্তি মূলক সংবাদ প্রকাশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের নেয়। এই ষড়যন্ত্রের জন্য সবাই তাদের স্বরযন্ত্র বেবহার করতেছে।
তিনি বলেন, কুথাকার কুন সিদ্দিকুরকে এখন চেম্পিয়ন বলা হচ্ছে। এক সময় সে নাকি বলবয় ছিলো! আরে বেটা, যার বল আছে, তাকেই আমি বলবয় বলব। দুনিয়ার প্রায় সব পুরুষই বলবয়। তাই এইটা নতুন করে বলার কি দরকার? আসল কথা হইল, গলফে আমি বাংলদেশের সর্ব কালের চেম্পিয়ন, সিদ্দিকুর না।
নিজের চেম্পিয়ন শিপের রহস্য বিশ্লেষন করে স্মৃতিঘন কন্ঠে তিনি বলেন, মনে রাখবেন, সেই খেলায় আমি সব সময় চেম্পিয়ন, যেই খেলায় ডান্ডা, বল আর গর্ত বেবহার করা হয়।
Click This Link
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
ইসটুপিড বলেছেন:
২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪০
মুশাসি বলেছেন: লুল
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
ইসটুপিড বলেছেন:
৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
মামুন রশিদ বলেছেন: হাহাহা
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
ইসটুপিড বলেছেন:
৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
বশর সিদ্দিকী বলেছেন: সেই খেলায় আমি সব সময় চেম্পিয়ন, যেই খেলায় ডান্ডা, বল আর গর্ত বেবহার করা হয়।
আসলেই এর-ষ্বাদ এই খেলায় চ্যাম্পিয়ন।
২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ইসটুপিড বলেছেন: আস্তাগফিরুল্লাহ!!
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২২
তামিম ইবনে আমান বলেছেন: কস্কি মমিন! :-& :-& :-& :-&