নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর একজন স্হায়ী অধিবাসীর ব্লগ... ... ...

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

ইসটুপিড

ভালবাসি আলকেমি (পারিনা যদিও)

ইসটুপিড › বিস্তারিত পোস্টঃ

সানি লিওনির মন জয় করতে চান ফারুকী

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

দুবাই মতিনিধি





হলিউডের দেখাদেখি আগামী চলচিত্রে সানি লিওনিকে রাজী করানর চেস্টা করছেন বাংলাদেশের বিখ্যেত চলচিত্র নির্মাতা মস্তফা সরয়ার ফারুকী।



দুবাইয়ে এক আরাম দায়ক বিলাস বহুল হোটেল কক্ষে মতিকণ্ঠকে দেওয়া এক অন্তরংগ সাক্ষাতকারে সানি লিওনির বেপারে নিজের অবস্থান তুলে ধরেন ফারুকী।



মস্তফা সরয়ার ফারুকী বলেন, বাংলাদেশে এখন চলচিত্র নির্মাতা মানেই ফারুকী। আমি যা বানাব, পাবলিক তাই দেখতে বাধ্য থাকবে। আমি যদি দুটি ঘন্টা পাবলিক টয়লেটের বাইরে কেমেরা খুলিয়া দৃশ্য ধারন করিয়া উহাকে সিনেমা বলিয়া বাজারে ছাড়ি, তবে উহাই হবে বাংলাদেশের সর্বাপেক্ষা হিট চলচিত্র। তাই হিট নায়ক, হিট নায়িকা নিয়া আমার কুন মাথাবেথা নাই।



তারপরও বাংলাদেশের জনগনের কথা চিন্তা করে চলচিত্রে সানি লিওনিকে আনার চেস্টার কথা জানিয়ে ফারুকী বলেন, পাবলিক সানি লিওনি জিনিসটা খায়। আর পাবলিক যা খায়, তা খাওয়ানর বেবস্থা করা চলচিত্র পরিচালকের দায়িত্ব। আমি দায়িত্ব পালনের জন্যই সানি লিওনিকে নিয়া আমার পরবর্তী চলচিত্র ‘খাড়া’ নির্মান করব।



সানি লিওনির অভিনয়ের প্রসংশা করে ফারুকী নিজের অবস্থান তুলে ধরে বলেন, তার অভিনয় দেখলে আমার অবস্থান দৃড় হয়ে যায়।





সানি লিওনির মন জয়ের চেস্টায় ফারুকী





সানি লিওনির মন জয়ের জন্য ইনডিয়ায় একটি দুই সপ্তাহের প্রশিক্ষন কোর্স সমাপ্ত করার কথা জানিয়ে ফারুকী বলেন, বিশ্ব বিখ্যেত চলচিত্রকার মহেশ ভাট এই কোর্সটি পরিচালনা করেছেন। তার নিকট হতে সানি লিওনি পটানর ১০১টি কায়দা আমি শিখিয়া লইছি। আশা করি বিফল হব না।



এই ১০১টি কায়দার কথা জানতে চাইলে ফারুকী হাসতে হাসতে বলেন, ১৪টি দিন ইনডিয়ায় মশা মাছির কামড় খাইয়া, শাক বুট দিয়া রুটি চাবাইয়া কোর্স শেষ করছি। আর ১০১টি কায়দা আমি আপনাকে বলিয়া দিব? কখনই না। শুধু একটি কায়দার কথা বলতে পারি। মহেশ ভাট আমাদিগকে বলছে, মহেশ নামটি সানি লিওনি বড় পছন্দ করে। যার নাম মহেশ, তার সব কথায় সে রাজি হইয়া যায়। তাই আমি আমার নামটি মস্তফা সরয়ার ফারুকী হতে পরিবর্তন করিয়া মহেশতফা সরয়ার ফারুকী বানাব।







সিনা চহানের সংগে ফারুকীর বিরধ





অভিনেত্রী, মডেল ও উপস্থাপিকা সিনা চহানের সংগে বিরধের কথা তুলে ধরে ফারুকী বলেন, সিনা চহানরে দিয়া আর পুষাইতেছে না। চাহিদা অনুযায়ী সে সরবরাহ করতে পারে না। তাই কিছু টেকাটুকা বেশী খরচ করিয়া হইলেও আমি সানি লিওনিকেই লইয়া আসব। সিনা চহানের স্থান কৃকেটের মাঠে, কদাপি সিনেমার হাটে কিংবা ডিরেকটরের খাটে নহে।



হাসতে হাসতে মহেশতফা ফারুকী বলেন, সিনা নহে, সানি। পু।











Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

কাফের বলেছেন: আপনার বোধ হয় হয় এ্যালার্জি আছে আপনার শরীরে চুলকানী উঠাইতে ফারুকী মনে হচ্ছে বেগুনের কাজ করে! ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

ইসটুপিড বলেছেন: চুলকানি উঠনের কতা উঠলে আপনে আমার উস্তাদ!!

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

হেডস্যার বলেছেন:
দায়িত্ব পালনের জন্যই সানি লিওনিকে নিয়া আমার পরবর্তী চলচিত্র ‘খাড়া’ নির্মান করব।



মাইরালা =p~ =p~ =p~

২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

ইসটুপিড বলেছেন: ফারুকীর কভার ফটুটা দেইক্ষ্যা বুঝবার পারিনা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.