নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর একজন স্হায়ী অধিবাসীর ব্লগ... ... ...

আর ভালা লাগে না, ইসটুডেন থাকতে কত সুখে আছিলাম!!

ইসটুপিড

ভালবাসি আলকেমি (পারিনা যদিও)

ইসটুপিড › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গারা আমাগর বাইয়া.....আগায়া আসেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২৩ শে মে, ২০১৫ দুপুর ২:৩৪

সপ্তাখানেক হইল, রোহিঙ্গা ইস্যুতে কিছু লোকের ঘুম পুরাই গায়েব হয়া গেছে। এগর কমন বক্তব্য অনেকটা এরকম-

রোহিঙ্গারা বিপদে পড়া মুসলিম ভাই। আমাগর ঈমানি দায়িত্ব এই ভাইগরে মানবতার খাতিরে হইলেও সাহায্য করা। আমরা ইন্ডিয়ার সাহায্য নিছিলাম ৭১সালে, রোহিঙ্গারাও কি আমাগর মত না? মদীনার মুসলিমরা কি মক্কার মুসলিমগর পাশে খাড়ায় নাই? আমরা কি মানবতা ভুইলা গেছি? যারা আইন বানায় কি হেরা কি মানুষরে মানুষ বইলা গণ্য করে না? ছি, ধিক মানবতা!

প্যাচায়া প্যাচায়া এই কথাগুলার সাথে থাকব বেশ কিছু ছবি, রোহিঙ্গা জনগুষ্ঠি পুড়ানি হইতাছে, হেরা সাগরে কানতাছে...এইসব।

মুহতারামগণ, সুজা বাংলায় লিখতাছি, ভাল কইরা পড়েন। আমি একজন বাংলাদেশি, আমি আমার দেশরে ভালবাসি। আমার দেশ দুনিয়ার বেশ কিছু দেশের মাইনষের কাছে বেহেশতের মত, হেগর বিপদে আমরা আগায়া গেছি বইলা। আফ্রিকার কয়েকটা দেশের কিছু কিছু গ্রামে গেলে দেখবেন হেরা বাংলায় কথা কইতে পারে কিছু কিছু, আমাগর সেনাবাহিনী হেগরে আগলায়া রাখছে শান্তিমিশনে যায়া।

তাও বুঝবেন না মানবতা আমরা মানি কিনা, কারণ রোহিঙ্গাগরে ঢুকতে বাধা দিতাছি কয়েক বছর ধইড়া। হ, আমরা ইন্ডিয়ায় গেছিলাম ফাকিস্তানের শু**গুলা আর এই দেশে হেগর পয়দাগুলার কারণে। আমরা যায়া ইন্ডিয়ার কুনু ক্ষতি করি নাই যুদ্ধ শেষে ফিরা আইছি দেশ গড়তে। যুদ্ধের ট্রেনিং নেওনের সময় হাতে আর্মস পাইছি, যায়া লুটপাট করছিলাম ইন্ডিয়ান গ্রাম বা শহরগুলাতে? আমরা গরীব হইতে পারি, কিন্তু ইন্ডিয়ার কুনু ক্ষতি আমরা করি নাই, ইন্ডিয়ান পাসফুট নিয়া মিডলইস্টে আর ইউরোপে যায়া ক্রাইম কইরা ইন্ডিয়ার নামে দোষ ছড়াই নাই। যেইডা রোহিঙ্গারা করতাছে বাংলদেশে ঢুইকা মেলা বছর ধইড়া।

এরপরও যদি কন মানবতা নাই আমাগর, তাইলে কমু, আপনেগর কুনু উদ্দেশ্য আছে রোহিঙ্গা নিয়া, হয় পলিটিকাল নাইলে আদম পাচার যেকুনু একটা। নাইলে একই দেশের দুই চেহার কেন হইতে পারে একটা বিশেষ গুষ্ঠীর লিগা এইটা বুঝার লিগা অতিউচ্চ শিক্ষিত হওনের দরকার পড়ে না। আর নাইলে দরকার পড়ে না দেশের ভিতরে আর বাইরে নিজেগর ক্ষতি কইরা খালি একটা বিশেষ জাতিরে সাহায্য করতে।

রোহিঙ্গা লয়া লিগালি কিছু করতে চাইলে জাতিসংঘে জান, আর ইললিগালি করতে চাইলে আইসিস নামে নতুন রগকাটা পার্টি পয়দা হইতাছে বেরেনওয়াশডগর লিগা, হেগরে যায়া কন মুসলিম বেরাদররা মরতাছে আরেক মুসলিম দেশের ক্ষতি করতে যায়া। মেহেরবানি কইরা আমার দেশটার কান্ধে আর চাপায়েন না।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:০১

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: তোমার মা বোন রা রোহিঙ্গ হলে তাদের জন্যও দরদ হইতো।

২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:০৭

ইসটুপিড বলেছেন: নিজের দেশের ক্ষতি কইরা অন্যের উপকার করে কারা? সুজা বাংলায় অথবা উর্দুতে উত্তর দেও, গুগল ট্রান্সলেটে মানে দেইখ্যা নিমু :D

২| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:১৬

বটের ফল বলেছেন: খাটি কথা কইছেন । পিলাস ধইরা দিলাম । ;)

২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:১৭

ইসটুপিড বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৮

ওয়্যারউলফ বলেছেন: জব্বর একখান পোষ্ট।একেবারে নির্ভেজাল সোজা বাংলা।

২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:০১

ইসটুপিড বলেছেন: হ!! তাও কেও বুঝে না :)

৪| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৪

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: ফাকিস্তানে এর লাইগা ভালবাসা থাকুক আর না থাকুক সেটা তোর জানার বিষয় না, বাংলাদেশরে তোরা কেন পাকিস্তানের চেয়ে নিচে নামাইতাসোস সেটাই বিষয়।

২৩ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৮

ইসটুপিড বলেছেন: তাইলে বাংলাদেশিগরে নিয়া ল্যাদাইতে বাংলাদেশের ব্লগে ঢুইক না। সবসময় ভদ্রতা পাইবা না, যেকোন সময় পেঙ্গি ফাটায়া হাতে ধরায়া দিমু। ক্লিয়ার?

৫| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: আমার বাপ মুজাহিদ না, তোমার বাপ কামরুজ্জামান হলেও হতে পারে তবে যতটুকু জানি তার ছেলেরাও তোমার চেয়ে ভাল, তুমি হাগলে দোষ নাই আর আমি পাদ মারলেই দোষ, সে যাক আপনার মাথায় কি কিছু আছে নাকি সবই গোবর, এমন বুদ্ধি নিয়া ব্লগে না আইসা সুইপারের কাজ আপনাকে বেশী মানাইবো।

এটা এ কারনে যে আপনি বলছেন যে ভাসমান মানবিক দুর্যোগে অক্ষম এসব ভাসমান রোহিঙ্গা কে আশ্রয় দিলে দেশের ক্ষতি!!
আচ্ছা আপনার মতো যদি মালয়শিয়া ও ইন্দোনেশিয়া এবং আমেরিকা চিন্তা করে রোহিঙ্গা এবং বাংলাদেশের ভাসমান মানুষদের দুর্যোগে আক্রান্তদের আশ্রয় দিবে না!!
আপনি কিংবা আপনার দল আওয়ামীলিগ কি পারবে বাংলাদেশী যারা অনাহারে ভাসছে তাদের মরার আগেই দেশে এনে পূনর্বাসন করতে??
অথচ আমেরিকা, মালয়শিয়া এবং ইন্দোনেশিয়া এদের আশ্রয় দিতে এগিয়ে এসেছে।
তাহলে মহান বা মানুষ কে তারা নাকি আমরা??
সবার আগে মানুষ হন। ভাল হতে পয়সা লাগে না। ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

ইসটুপিড বলেছেন: ঐ হাউয়ার পোলা, থাবড় চিনস? বহুৎ ভাল ব্যবহার পাইছস, এখন থিকা আর না। ঐ শুয়রের বাচ্চা, রোহিঙ্গারা আমার দেশের নামে বদনাম ছড়াইলে তর ভাল লাগে? চল্লিশ বছর আশ্রয় দিছি হেইডা তর চোখে পড়ে না? তুই আমার দেশের মাইনষের ক্ষতি করতে অনুমতি দেস কুন সাহসে? আর ঐ খানকির বাচ্চা, লীগরে আমার দল কইলি কুন সাহসে? তর মায় মাগী দেইখ্যা তর জন্ম পরিচয় নাই, আমারে তর মত মনে করলি কুন সাহসে? হিলট্রাক্সে যখন এই জারজগুলা নিরীহ বাংলাদেশিগর উপর রাহাজানি চালায় তখন তর বিবেক কই আছিল? কারুজ্জামান তর মারে চুদছিল, সেইটা আমার এই ব্লগে লেখার সাহস পাস কেমনে? তর বাপের কান্ধে খায়াড়া তর মারে চুদি। আরেকবার আমার ব্লগে আইলে হোগার ভিত্তে রোহিঙ্গা ভইরা ফাকিস্তান পাঠামু তরে।

৬| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন:
দেশে জায়গা দেয়া না দেয়া পরের ব্যাপার। তবে ব্যাপারটা এখন মানবিক। মানবিক আশ্রয় যেকোন দেশই দিতে পারে, দেয়া উচিত। জাতিতে কি এটা অনেক পরের ব্যাপার। আগে একটা জায়গায় বন্দী রাইখা হইলেও মানুষগুলারে খাবার দাবার দেয়া উচিত।

কোন মানুষ চরম বিপর্যয়ের মধ্যে না থাকলে এই পথ বাইছা নেয়না। সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ইসটুপিড বলেছেন: মানবিক কারণেই চল্লিশ বছর এরা আশ্রয় পাইছে। হিলট্রাক্সের লোকজন অতিষ্ট এগুলারে নিয়া, আর কত? চরম বিপর্যয় আমাগরও আসছে, মানবিক সুযোগ পায়া ইন্ডিয়ায় গিয়া ইন্ডিয়ার কোন ক্ষতি করছিলাম আমরা? এই কালসাপ আর কতদিন পুষব?

৭| ২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

শতদ্রু একটি নদী... বলেছেন:
সত্যি কথা হইলো হিলসের লোকেরাও বাঙ্গালীদের নিয়া যথেষ্ঠই বিরক্ত। ওদেরও উচিত বাঙ্গালী পিটাইয়া হিলস থাইকা সমতলে নামাইয়া দেয়া।

২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

ইসটুপিড বলেছেন: কথাটা মিথ্যা না। আশির দশকে আমাগর সেনাবাহিনী ঐখানে চরম অত্যাচার চালাইছে, ওরা সাধে শান্তিবাহিনী বানায় নাই। এখনও কোটা মেলা গ্যাপ আছে। একজন বাংলাদেশি হিসাবে আমি লজ্জিত হিলট্রাক্সে আমাদের প্রশাসনের এই অন্যায়ের।

৮| ২৪ শে মে, ২০১৫ রাত ১২:৪৪

ইসটুপিড বলেছেন: ব্রিক্সশাওন নামের তিনবছর পর জেতা হওয়া রোহিঙ্গা (থুক্কু জামাইত্যা) নিকের কমেন্ট মুইছা পাছায় লাথি দিয়া মায়ানমার থুক্কু ফাকিস্তানে পাঠানি হইল :D দেখা যাক, বেচারা ডিএনএ টেস্ট কইরা হইলেও পিত্বপরিচয় জানতে পারে কিনা।

৯| ২৪ শে মে, ২০১৫ সকাল ১১:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: কথাটা মিথ্যা না। আশির দশকে আমাগর সেনাবাহিনী ঐখানে চরম অত্যাচার চালাইছে, ওরা সাধে শান্তিবাহিনী বানায় নাই। এখনও কোটা মেলা গ্যাপ আছে। একজন বাংলাদেশি হিসাবে আমি লজ্জিত হিলট্রাক্সে আমাদের প্রশাসনের এই অন্যায়ের। ..

শেইম ম্যান শেইম!!

কতক্ষন আগেই ফাকিগো নিয়া পিন্ডি চটকাইলেন! এর নীচে নাইমাই পাকিগো সাপোর্টকারী রাজাকার দেবাশীষ গংগো পক্ষ লইলেন! দুইমূখা সাপ কি এমনই হয়!!!
তারা ৭১এ বাংলাদেশের পক্ষে ছিল না- এখনও বাংলাদেশের ক্ষতি করতেই তারা শান্তিবাহিনী নামে সন্ত্রাসী দল গঠন করছে! তায় তাদের ফিরাইতে জামাই আদর কইরা এক দেশে ১/২% এর অধিকারের নামে ৯৮/৯৯ জনের মৌলিক সাংবািধানিক অধিকার লংঘন কইরা চুক্তি করছে!
তারপরও কি তাদের খাহেশ কমছে!? এখন চাইতেছে স্বাধীন জুম্মল্যান্ড!

আপনিতো মনে হয় দিয়া দিবেন নাকি? দেশটারে বিচ্ছিন্ন কইরা জুম্মল্যান্ড গঠন করতে!!!!!??????

২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৫

ইসটুপিড বলেছেন: আমাগর প্রশাসনের যে জিনিসটার নিন্দা আমি করছি সেইটা হইল, পাওয়ারের ডিস্ট্রিবিউশন আর আরবান ফেসিলিটির খুব নগন্য অংশই হিলট্রাক্সে গেছে, সেইটা। দেবাশীষের লাস যেন বাংলাদেশে পোতা না হয় সেইটার জন্য যারা রাস্তায় নামছিল সেইখানে আমিও ছিলাম। আর জুম্মাল্যান্ডের কথা কইলেন তো? জুম্মাল্যান্ড হওয়ার কুনু নমুনা দেখলে, এখনকার চাকরি/লাইফ সব ফালায়া হিলট্রাক্সে যামু হেগর লিডারগর োগায় জুম্মাল্যান্ড ভরতে।

১০| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: আমাগর প্রশাসনের যে জিনিসটার নিন্দা আমি করছি সেইটা হইল, পাওয়ারের ডিস্ট্রিবিউশন আর আরবান ফেসিলিটির খুব নগন্য অংশই হিলট্রাক্সে গেছে, সেইটা। দেবাশীষের লাস যেন বাংলাদেশে পোতা না হয় সেইটার জন্য যারা রাস্তায় নামছিল সেইখানে আমিও ছিলাম। আর জুম্মাল্যান্ডের কথা কইলেন তো? জুম্মাল্যান্ড হওয়ার কুনু নমুনা দেখলে, এখনকার চাকরি/লাইফ সব ফালায়া হিলট্রাক্সে যামু হেগর লিডারগর োগায় জুম্মাল্যান্ড ভরতে।
==
মোগাম্বো খুশ হুয়া!!!!!!!!!!!!!!!!!!!!! বহুত পুরানা একখান ডায়ালগ দেই- আয় বাবুল বুখে আয়!!!!!!!!!! ;)

কিন্তু এগুলানরে কি বলবেন?
FB Link

CHT-jummaland's Photos

মানুষের আশংকার কিছু ব্যাখ্য-
বাংলাদেশের বুক ছিড়ে সৃষ্টির পথে এশিয়ার নতুন ইসরাইল....."" জুম্মল্যান্ড""

কিংবা

বাংলাদেশ ভেঙ্গে নতুন রাষ্ট্র তাহলে কি আসন্ন.? ......(না পড়ে এড়িয়ে যাবেন না প্লিজ)

পার্বত্য চট্রগ্রাম : এই পাহাড় তোমাদের জন্য নয়

এই শংকা রাষ্ট্রকেই দূর করতে হবে! একই দেশে দুইরকম ভূমি আইন কেন?
আমার অর্থ ইচ্ছা এবং সাধ থাকলে আমি কেন বাংলাদেশের যে কোন জায়গায় জমি কিনতে পারলেও পাহাড়ে পারব না?
তারাতো যে কোন স্থানে তা করতে পারছে!
সংবিধান যে াধিকার সকলের জন্য সমান করেছে- কথিত চুক্তির ফলে আমি বাংলাদেশেরই একটা াংশে কেন আবার তাদের অনুমতি নিতে হবে???

আশংকা মিথ্য হোক। বাংলাদেশ টিকে থাকুক সার্বভোমত্ব নিয়ে মাথা উচু করে।
সকল সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহীর আইনত শাস্তি হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.