নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা জানালা

আমি খুবই সাধারণ টাইপের মানুষ সহজ সরল জিনিস গুলো ভালো লাগে । অন্যায় কিছু দেখলে সহ্য হয়না ইচ্ছে করে সব ভেঙ্গে গুঁড়িয়ে দিতে । কখনোও হাসি খুশি কখনোও খুব সিরিয়াস ।

শুভঙ্করের ফাঁকি

হাত নেহাতই কাঁচা তবু লিখতে ভালো লাগে

শুভঙ্করের ফাঁকি › বিস্তারিত পোস্টঃ

ছেলেবেলাটাই ভালো ছিলো

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১

হাফপ্যান্টই ভালো ছিলো, তখন বন্ধুদের সাথে প্রচুর ঝগড়া হত।আর ঝগড়া হলেই গাল ফুলিয়ে কানি আঙুল লাগিয়ে আড়ি ,
“তোর সাথে আর জীবনেও কথা বলব না”।
কিন্তু বেশীক্ষন থাকা যায়নি , নিজেই এগিয়ে গিয়ে জোর করে বুড়ো আঙুল মিলিয়ে নিলেই সব ঝামেলা শেষ আবার সেই গলায় গলায় ভাব, আবার
“তুই তো আমার বেস্টটেস্ট টেস্ট টেস্ট ফ্রেন্ড !!”
কিন্তু বড় হওয়ার পর আর বুড়ো আঙুল মিলিয়ে সব সমাধান হয় না , সবাই
সবারটা বুঝে , কেউ আর নিজের ইগোর ঠুনকো খোলস ভেঙ্গে এগিয়ে আসে না অপেক্ষা করে অন্যজন আসে কিনা । ধীরে ধীরে অভিমানের পলিমাটি জমতে থাকে , জমতে জমতে জগদ্দল পাথরে পরিণত হয় , তবুও কষ্টের নোনা পাথরটা বুকে নিয়ে অপেক্ষা চলে, আর নীরবে দূরত্ব বেড়ে চলে।
“তুই তো আমার বেস্টটেস্ট টেস্ট টেস্ট ফ্রেন্ড !!”ছেলেবেলাটাই ভালো ছিলো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.