![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমিই অভিশপ্ত, যাহা ছুঁই তাহা পাথরে পরিণত!
আমি গরিব বলে আমার ভাঙ্গা ঘরের চাল উড়ে যেতে পারে,
আমার অনুমতি ছাড়া বৃষ্টি ঢুকতে পারে,
বাতাস ঢুকে ছিন্নভিন্ন করে দিতে পারে,
আবার পাখিও ঢুকতে পারে।
কিন্তু দেশের প্রচলিত আইন ছাড়া অথবা আমার অনুমতিহীন আমার ঘরে প্রধানমন্ত্রীও ঢোকার ক্ষমতা রাখে না।
দেশের আইন কানুনের তোয়াক্কা না করে, আমিত্বের বড়াই দেখিয়ে উচ্চ আদালতে সরকারের অবৈধ হস্তক্ষেপ করতে চাওয়ার যে, প্রবণতা এবং প্রধান বিচারপতি দেশ নিয়ে যে আশঙ্কার কথা প্রকাশ করেছেন, তা আসলে জাতি হিসেবে আমাদের জন্য সত্যিই উদ্বেগ জনক।
এবং প্রধান বিচারপতি আক্ষেপ করে বলেছেন,
“এমন একটা পঙ্গু সমাজে আমরা আছি, যেখানে ভাল মানুষ আর ভাল স্বপ্ন দেখে না”
“কোন একজন ব্যাক্তি দ্বারা কোন একটি দেশ বা জাতি তৈরি হয় না”।
বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিতিশীলতায় প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী বাতিল করে যে দুঃসাহসীকতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।
©somewhere in net ltd.