নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে চাই........জানাতে চাই

জানতে চাই........

আইটি বিশ্ব

সব ঠিকঠাক চলছে......

আইটি বিশ্ব › বিস্তারিত পোস্টঃ

উদ্বোধনের আগেই মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ফাটল

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬

উদ্বোধনের আগেই ফাটল ধরা পড়েছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে (গুলিস্তান-যাত্রাবাড়ি)| ফ্লাইওভারের নিমতলী এলাকার আনন্দবাজার অংশের একটি গার্ডারের নিচে ও ওপরের অংশে ফাটল দেখা দিয়েছে। অক্টোবরে প্রধানমন্ত্রীর এটি উদ্বোধনের কথা রয়েছে। অথচ এমন অবস্থায় ফাটল দেখা দেয়ায় জনমনে এর কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কর্তৃপক্ষের দাবি এটা কোন সমস্যা না





শনিবার রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক, সচিব, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ফ্লাইওভারের যাত্রাবাড়ি থেকে পলাশী এলাকা পরিদর্শন করেন। এক পর্যায়ে নিমতলীর আনন্দবাজার অংশের একটি গাডারে ফাটল দেখতে পায় স্থানীয়রা।



প্রশাসনকে ঘটনাটি জানানো হলেও ডিএসসিসি বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। ডিএসসিসি ইতোমধ্যে ফাটল স্থানে সিমেন্ট বালুর প্রলেপ দিয়ে ঢাকার চেষ্টা করছে। স্থানীয় লোকজন ফাটলটি দেখে রোববার দুপুরে সেখানে জড়ো হতে শুরু করে। এরপর ফ্লাইওভার কর্তৃপক্ষ আবারও ঘটনাস্থলে এসে ফাটলটি দেখে যায়। উদ্বোধনের আগেই ফাটল দেখা দেওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।





বিস্তারিত ও তথ্য সুএ:

Click This Link





মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

রাখালছেলে বলেছেন: এই না হলে বংগদেশ । মাশাল্লাহ ।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

ইউরো-বাংলা বলেছেন: হায় আল্লাহ, উদ্বোধনের দিনে প্রধানমন্ত্রীর গাড়ি বহর নিয়ে যদি ভেঙ্গে পড়ে !

মরলে মরুক সাধারন মানুষ, মন্ত্রীদের মরন যেনো না হয়।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

ঢাকাবাসী বলেছেন: এর নাম বাংলাদেশ, ফাইভ টাইমস করাপশন চ্যাম্পিয়ন।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৪

কলাবাগান১ বলেছেন: এখন নানা রকমের কথা তুলে ভাল কাজ কে বিভিন্ন ভাবেই প্রশ্নবিদ্ধ করা যায়। ছবি দিলেন যে ফাটলের আর পরে বললেন যে সেই ফাটলকে প্রলেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে.... তার কি কোন মিল আছে...... আপনি বুকে হাত দিয়ে বুলুন যে সেইম ফাটলকেই প্রলেপ দেওয়া হয়েছে???? প্রলেপ দেওয়ার নীচে যে দাগ তা কি আপনার ফাটলের ছবিতে আছে???

এটা একটা ভাল কাজ ... ১০-১১কিলোমিটারের উড়াল সেতু বানালো আর আপনি তার 'সামান্য' একটা খুত ধরে এটাকে উড়িয়ে দিচ্ছেন....

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৪

এইচ আর খান বলেছেন: বলেন কি! ভয়ঙ্কর কথা ।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

বিজন শররমা বলেছেন: কলাবাগান - ছবি দিলেন যে ফাটলের আর পরে বললেন যে সেই ফাটলকে প্রলেপ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে । -এটা সত্য যে দুটো ছবি একই ফাটলের বা স্থানের নয় ।
“নাম কেনার জন্য লোকে আজকাল কত কিছুই না করে” ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.