![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চীনের ৮৭ বছর বয়সী বৃদ্ধ মানুষটি মারা গেছে.
যিনি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট আবেদন করেছিলেন বিকালের সূর্যটি দেখানোর জন্য
কোন খোলা যায়গায় নিয়ে গিয়ে! কর্তৃপক্ষ যথাযথ ভাবে সেই কাজটি করেছেন..
ইতালিতে আক্রান্ত মানুষের সংখ্যা যখন বাড়তেছে।
তখন মানুষ সাহস যোগাড় করার জন্য গভীর রাতে একে অপরকে কল দেয়..কথা বলে।
বাসার বারান্দায় উচ্চস্বরে গান গায়..মানুষ তো!জীবনের প্রতি অপরিসীম মায়া!
স্পেনের এক ব্যবসায়ী তার শপ বন্ধ করার পর
সকলের কাছ থেকে বিদায় নিয়ে রাতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়!
তারপরেই সরকার স্পেনে জরুরী অবস্থা ঘোষণা করে আজকে!
ইরানী এক পরিবারের ৪ জনের ৩ জন মারা গেছে তেহরান শহরের!
যে একজন বাকি আছে তার অবস্থা কি ভাবা যায়!!
কুয়েতে দেখলাম ফক্স নিউজে মারা যাওয়ার পর রশি দিয়ে বেঁধে মৃত মানুষটিকে মাটি চাপা দিচ্ছি..
আপনি আমি বাংলাদেশী যারা এটা নিয়ে ট্রল করি ভাবতে পারেন!
মৃত্যু কতটা নির্জীব করে দিচ্ছে..আপনজনের ইচ্ছে থাকলেও ছুঁড়ে আর দেখা হয়না!
ভাইরাস নিয়ে আমরা ট্রল করি..হাসি!
মৃত্যু সবকিছুর পরের সত্য অস্ফুটস্বরে আমাদের সামনে দিয়ে নিয়ে চলে যায়..
ফিরে আসবেনা তবুও মায়া থাকে অলিন্দে অমলীন!
করোনায় যিনি মারা যায়..প্রিয় মানুষটি তাকে জরিয়ে ধরে কাঁদতে ও পারেনা!
অনেক দূর থেকে আর্শিবাদ দিয়ে যায়..ডুকরে কাঁদে!
মানুষ মাঝে মাঝে এতটা একাকিত্ব হয়ে পড়ে!
এতটা জ্বলন্ত শিখায় পুড়তে পুড়তে ভূলে যায়!
সবাই সাবধানে থাকুন "
১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:৩০
বিমর্ষ চিন্তুক বলেছেন: আলোচনা তো হবেই। তারপরও তো আমরা সতর্ক না হয়ে বিষয়টা নিয়ে বিভিন্ন ট্রল করছি,,,
২| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৩
নেওয়াজ আলি বলেছেন: সচেতন না হলে অনেক দুঃখ সহ্য করতে হবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: বড় অদ্ভুত।
চারিদকে শুধু করোনা নিয়ে আলোচনা। এত আলোচনাই মনে ভয় ধরিয়ে দিচ্ছে।