নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতীর বিমর্ষতা নিয়ে ভাবতে হবে,,,

বিমর্ষ চিন্তুক

আমি কোনো রাজনীতি চায় না......

বিমর্ষ চিন্তুক › বিস্তারিত পোস্টঃ

সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেকটা।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

সুখের সংজ্ঞা একেকজনের কাছে একেকটা।

#বুয়েট পাস এমন একজনকে জানি যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে জানি যার বউ, দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে।তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিলো কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, লেখা পড়া শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি।শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই চাকরী " বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলো.... বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু এ কথা তার কাছে হাস্যকর।

আসলেই জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক-জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার রুস্তম পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্নভাবে সুখীও হতে পারি না।।
বাস্তবতাগুলো বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

মানসিক প্রশান্তি একমাত্র সুখ, শতকোটি টাকার সম্পদ, অট্টালিকা, দামী মোবাইল, দামী ব্রন্ডের গাড়ির মধ্যে সুখ নেই ।
একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই শুধুমাত্র মনটা একটু ভালো করুন, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিন, আর কাউকে ঠকাবেন না।
সুখী হবেন অবশ্যই। ইনশাআল্লাহ।
❤❤❤

(সংগৃহীত)

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ্মানব জীবন এইরকমই।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


হাউকাউ নিয়ে ব্যস্ত আছেন?

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

যায়েদ আল হাসান বলেছেন: আরথার সোপেনহার এর এবিষয়ে উক্তি আছে। তিনি বলেছেন- সবচেয়ে সুখের বস্তু হচ্ছে " আরামদায়ক ঘুম "। একটানা লম্বা ঘুমের চেয়ে বেশী সুখ অন্য কোথাও নেই। তবে তিনি বলেন- একমাত্র মৃতুই সবচেয়ে সুখদায়ক ঘুম এনে দিতে পারে। আগ্রহী পাঠকেরা চাইলে তার লেখা " অন সুইসাইড" প্রবন্ধটি পড়ে দেখতে পারেন।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপেক্ষিক!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৭

রাকু হাসান বলেছেন:

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.