নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতীর বিমর্ষতা নিয়ে ভাবতে হবে,,,

বিমর্ষ চিন্তুক

আমি কোনো রাজনীতি চায় না......

বিমর্ষ চিন্তুক › বিস্তারিত পোস্টঃ

একজন বাবা তার সন্তানের কাছে কেমন,

১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১১

একজন বাবা তার সন্তানের কাছে কেমন,
তা নির্ভর করে তিনি স্বামী হিসেবে তার স্ত্রীর সাথে কেমন আচরন করছেন তার উপর।
সন্তানেরা মায়ের চোখ দিয়েই বাবাকে দেখে।
একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করলে,


ভালবাসলে... সন্তানেরাও বাবাকে ভালবাসতে শেখে, শ্রদ্ধা করে।
একজন স্ত্রী তার স্বামীকে ঘৃণা করলে, সন্তানেরাও তাদের বাবাকে আজীবন ঘৃণার চোখে দেখে।
একজন বাবার মুল্যায়ন নিজের কাজ দিয়ে হয় না।

বরং, মা কিভাবে বাবাকে সন্তানদের সামনে উপস্থাপন করছেন তার আলোকেই নির্ধারিত হয়।

সন্তানেরা মায়ের চোখ দিয়েই বুঝে নেয়, বাবা কি হিরো নাকি ভিলেন।
তাই, একজন ভাল বাবা হওয়ার আগে,
একজন ভাল স্বামী হওয়া খুব জরুরী।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫৭

কামাল৮০ বলেছেন: স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা বা ঘৃনা কেন করবে।তারা পরস্পরকে ভালো বাসবে।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৫

জগতারন বলেছেন:
+++
সুন্দর!!!
লাইক!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.