![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.।পড়াশুনা ভাল না বালকের জন্য একজন হোম টিউটর
রাখা হইছে। তো টিউটর ছিলেন মহিলা ---
টিউটর-- আচ্ছা তুমি তো অংক এ ভাল না , দেখি এক থেকে দশ পর্যন্ত বলতে পার কিনা ? যদি বলতে পর তাহলে আমি তোমার দু গালে দুটো উম্ম উম্ম চুমু দিব ।
ছাত্র -- ঠিক আছে ,আর এক থেকে একশ পর্যন্ত বলতে পারি তাহলে কী প্যাকেজ আছে ?????????
....................
২.।এক গাঁয়ের এক চোর একটা সাইকেল চুরি করে বাজারে নিয়ে গেল বিক্রি করতে। এক টাউট লোক এসে সাইকেলটা দরদাম করল কিছুক্ষণ। তারপর ‘দেখি তোমার সাইকেলটা কেমন চলে’ বলে সাইকেলে চড়ে প্যাডেল মেরে একেবারে হাওয়া।
শুকনো মুখে বাড়ি ফিরছিল চোর। গাঁয়ের যারা তাকে সাইকেল বিক্রি করতে নিয়েযেতে দেখেছিল তারা জানতে চাইল, কি, সাইকেল বিক্রি করে কত লাভ হলো?
চোর বলল, লাভ হয়নি; যে দরে কিনেছিলাম সেই দরেই বেচেছি।
.......................।
৩.।এক ফরাসী, এক ইতালীয় আর এক বাঙালি ট্রেনে বসে নিজেদের বিবাহিত জীবন নিয়ে গল্প করছে।
ফরাসী বলছে, ‘গত রাতে আমার বউকে চারবার আদরসোহাগ করেছি। সকালে সে আমাকে চমৎকার নাস্তা বানিয়ে খাইয়েছে, আর বলেছে, আমার মতো পুরুষ সে আগে কখনো দেখেনি।’
ইতালীয় বলছে, ‘গত রাতে আমার বউকে ছয়বার আদরসোহাগ করেছি। সকালে সে আমাকে চমৎকার নাস্তা বানিয়ে খাইয়েছে, আর বলেছে, আমার মতো পুরুষ সে আগে কখনো দেখেনি।’
বাঙালি চুপ করে আছে দেখে ফরাসী তাকে প্রশ্ন করলো, ‘তা তুমি গত রাতে তোমার বউকে ক’বার আদরসোহাগ করেছো?
বাঙালি বললো, ‘একবার।’
ইতালীয় মুচকি হেসে বললো, ‘তোমার বউ সকালে তোমাকে কী বললো?’
‘ওগো, থামো, আর না …।
.........................।
৪.।শিক্ষকঃ “বলতো মুন্না, ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, এখানে গাছ কোন পদ??”
মুন্নাঃ “বিপদ, স্যার!!”
শিক্ষকঃ “দুর বোকা!! তোর মাথায় শুধু গোবর আর গোবর!! আচ্ছা, এইবার চান্দু, তুই বলতো পদ্মফুল কোথায় জন্মে??”
…
চান্দু খানিক ভেবে উত্তর দিলঃ
.
“মুন্নার মাথায় স্যার!!”.
.......................
মজা করুন, মজা দেন , মজা লন!!
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৫
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: মজা পাইলাম
২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৯
আন্দোলন বলেছেন: পেলাস
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৩
আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: কৈ মিয়া??
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৯
মুসাব্বির৬৬৬ বলেছেন: ইতালীয় মুচকি হেসে বললো, ‘তোমার বউ সকালে তোমাকে কী বললো?’
‘ওগো, থামো, আর না …
হাহাহাহা !!! কোথায় পেয়েছেন ? মজা পেলাম।
চাইলে আমার মজার পোস্ট দেখতে পারেন।
৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩০
অন্য পুরুষ বলেছেন: মজা নিলাম।
আরও পোস্ট করুন, মজা নিমু ।
৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫২
বাংলাদেশী দালাল বলেছেন: টানিম কেন FDC'র দালাল। ভাই আমি দালালত সবাইরেই দালাল মনে হয়।
৬| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩১
সপ্নাতুর আহসান বলেছেন:
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: থেংকু
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৯
টানিম বলেছেন: ভালো । আরেকটু হাসেন । ক্লিকান :
Click This Link