নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইজ্জত আলী

ইজ্জত আলী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস কে না বলুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

বিশ্ব নির্লজ্জ দিবসকে না বলুন ?
ভ্যলেন্টাইন ডে বা বিশ্ব ভালবাসা দিবস
পালনের ক্ষতিকর কিছু দিক ......
,
১. ভ্যলেন্টাইন শব্দটির সাথে এক
চরিত্রহীন লম্পটের স্মৃতি জড়িয়ে যারা
ভালবাসার জয়গান গেয়ে চলেছেন,
পৃথিবীবাসীকে তারা সোনার পেয়ালায়
করে নীল বিষ পান করিয়ে বেড়াচ্ছেন ।
,
২. নৈতিক অবক্ষয় দাবানলের মত ছড়িয়ে
যাচ্ছে ।
৩. নির্লজ্জতা ও বেহায়াপনা জাতীয়ভাবে
স্বীকৃতি লাভ করছে । যারা সমাজে এ ধরণের
অশ্লীলতার বিস্তার ঘটায়, দুনিয়া ও আখিরাতে
তাদের জন্য আল্লাহ তা‘আলা যন্ত্রণাদায়ক
শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ।
আল্লাহ তা‘আলা বলেন,

ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻳُﺤِﺒُّﻮﻥَ ﺃَﻥْ ﺗَﺸِﻴﻊَ ﺍﻟْﻔَﺎﺣِﺸَﺔُ ﻓِﻲ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﻟَﻬُﻢْ ﻋَﺬَﺍﺏٌ ﺃَﻟِﻴﻢٌ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ
ﻭَﺍﻟْﺂﺧِﺮَﺓِ

‘‘যারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার
কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও
আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি..।’’ (সূরা আন-নূর :১৯)
,
বস্তুত যে সমাজেই চরিত্র-হীনতার কাজ ব্যাপক,
তথায় আল্লাহর নিকট থেকে কঠিন আযাব
সমূহ ক্রমাগত অবতীর্ণ হওয়া অবধারিত,
আব্দুল্লাহ ইবন ‘উমর (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.)
বলেছেন:

… ﻟَﻢْ ﺗَﻈْﻬَﺮِ ﺍﻟْﻔَﺎﺣِﺸَﺔُ ﻓِﻲ ﻗَﻮْﻡٍ ﻗَﻂُّ ﺣَﺘَّﻰ ﻳُﻌْﻠِﻨُﻮﺍ ﺑِﻬَﺎ ﺇِﻟَّﺎ ﻓَﺸَﺎ ﻓِﻴﻬِﻢُ ﺍﻟﻄَّﺎﻋُﻮﻥُ ﻭَﺍﻟْﺄَﻭْﺟَﺎﻉُ
ﺍﻟَّﺘِﻲ ﻟَﻢْ ﺗَﻜُﻦْ ﻣَﻀَﺖْ ﻓِﻲ ﺃَﺳْﻠَﺎﻓِﻬِﻢِ …

‘‘যে জনগোষ্ঠীর মধ্যে নির্লজ্জতা প্রকাশমান,
পরে তারা তারই ব্যাপক প্রচারেরও ব্যবস্থা করে,
যার অনিবার্য পরিণতি স্বরূপ মহামারি,
সংক্রামক রোগ এবং ক্ষুধা-দুর্ভিক্ষ এত
প্রকট হয়ে দেখা দিবে, যা তাদের পূর্ববর্তীদের
মধ্যে কখনই দেখা যায় নি।
’’(ইবনু মাজাহ, কিতাবুল ফিতান, হাদিস নং-৪০০৯)

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.