![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেটের ভোলাগঞ্জ, সাদা পাথর এলাকা থেকে পাথর সরিয়ে (লুটপাট নয়!!) নেওয়ার কারণ:
১। জায়গার নাম সাদা পাথর হলেও, যেহেতু বেশিরভাগ পাথরের রঙই অন্য রঙের, তাই সেসব পাথর সরিয়ে নেওয়া হয়েছে।
২। পাথর থাকার কারণে পাথর দেখার নাম করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসে পরিবেশের ক্ষতি করছে, তাই পরিবেশ রক্ষায় পাথর সরিয়ে ফেলা হয়েছে।
৩। পাথর থাকার কারণে চলাচলের স্থান মসৃণ নয়, তাই পাথর সরিয়ে চলাচলের জন্য মসৃণ পথ করে দেওয়া হয়েছে।
৪। সাদা পাথর এলাকায় ঝগড়া-বিবাদ লাগলে দুই পক্ষই পাথর নিক্ষেপ করে আক্রমণ করতে পারে, তাই সতর্কতামূলকভাবে আগেই পাথর সরিয়ে নেয়া হয়েছে।
৫। পাথর থাকার কারণে যুবক-যুবতীরা পাথরের উপর বসে প্রেমে মগ্ন থাকে, তাই এলাকার তরুণ- তরুণীদের চরিত্র ঠিক রাখার জন্য পাথর সরিয়ে নেয়া হয়েছে।
৬। দীর্ঘদিন এলাকার মানুষজন অভুক্ত থাকার কারণে, খাবারের অভাবে খাদ্য হিসেবে সব পাথর খেয়ে ফেলেছে।
#কিন্তু মানুষজন বলবে এসব পাথর লুট হয়েছে। সরকার, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতারা পাথর লুটের সময় নিশ্চুপ থেকে পাথর লুটে সহায়তা করেছে বা টাকার ভাগ পেয়েছে। আসলে এসব ডাহা মিথ্যা কথা। এসব গভীর ষড়যন্ত্র।
©somewhere in net ltd.