নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবেদ কায়সার

জাবেদ কায়সার › বিস্তারিত পোস্টঃ

আইফোনের ব্যপারে সাহায্য চাই

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪১

কয়েকদিন আগে গিফট হিসেবে একটা আইফোন 3gs পাইলাম।কিন্তু কয়েকদিন পর স্টোর থেকে এপস/গেমস নামাতে গিয়ে দেখলাম আমার ios 4.1 এ বেশিরভাগ এপস/গেমস কাজ করেনা,ios 6.1 এ আপগ্রেড করতে বলে।আমি শুনেছি ঠিকমত আপগ্রেড করতে না পারলেনাকি ফোন স্লো হয়ে যায়,তাই চাচ্ছি কোনো এক্সপারট দিয়ে আপগ্রেড করাতে।

আপনারা কেউকি বলতে পারেন ঢাকার কোন জায়গায় আইফোন আপগ্রেড করতে পারব?আর এতে খরচ কেমন হবে?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৫

শিশু বিড়াল বলেছেন: বসুন্ধরা সিটি তে চলে যান। ওখানে অ্যাপলের শো রুমই আছে। কাজ হয়ে কযাবে। আর বেশি খরচ পড়ার কথা না যতটুকু জানি।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

জাবেদ কায়সার বলেছেন: ভাই স্লো হয়ে যাবে কিনা সেই ভয়ে আছি

২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: IOS 6 তো যতদূর জানি আইফোন ফাইভের আপডেট সংযোজন! কেমনে কি!? জানিয়েন তো, পোস্ট পর্যবেক্ষনে।

৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৩

এম হুসাইন বলেছেন: ৪,১ অনেক আগের ভার্শন, বর্তমানে চলছে ৬.১.৩, পরশু দিন আমি আপগ্রেড করলাম।
কেডায় কইছে আপ্নেরে এক্সপার্ট লাগে আপগ্রেড করতে?

মুল সফটওয়্যার টি হচ্ছে ৮৮৯ মেগাবাইট, সো আপনার মিনিমাম ১ গিগাবাইট ইন্টারনেট লাগবে, আর লাগবে একটি কম্পিউটার।

আইটিউন ডাউনলোড করে ফোন কানেক্ট করলেই আপনাকে বলবে যে - a new version of iTunes software is availabe to download, আপনি download and install প্রেস করেন, আর কিছু করতে হবে না, আইটিউন স্বয়ংক্রিয়ভাবে আপনার সব কিছু করে দেবে।

ফোন কয়েক বার রি-স্টার্ট নেবে। করে ফেলুন।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:০১

জাবেদ কায়সার বলেছেন: ধন্যবাদ।ভাই,নেট ঘেটে দেখলাম এভাবে আপগ্রেডের পর আনেকের ফোনই ডিসটারব করছে,স্লো হয়ে যাচ্ছে বা কোন কোন অপশন কাজ করছেনা তাই কোন এক্সপারট খুজছলাম

৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:০২

নানাভাই বলেছেন: আপনি ঝিলন ০১৯১-৪২৫ ৭৩ ২৪ এ রিং করে কথা বলেন।

৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:১২

ধুসরিত বলেছেন: কোন ওয়াইফাই জোনে যান। গিয়ে আপডেট দিয়ে দেন। আপনার ১ গিগাও লাগবে না। ওভার দা এয়ার আপডেট ছোট সাইজের। আর টোটাল আপডেট করতে চাইলে আইটিউন্স এ কানেক্ট করে আপডেট চাপেন। তারপর খালি ওয়েট করেন। বসুন্ধরা বা আজাইরা টাকা নস্ট কইরেন না ফ্রি জিনিসের জন্য।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৫

বাংলাদেশী দালাল বলেছেন: ৩জি তে ios 5/6 দেয়া বুদ্ধি মানের কাজ নয়।

৭| ২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১০

আকাশ_পাগলা বলেছেন: ইস্টার্ন প্লাজায় পাবেন।


আর ফ্রি ফ্রি করতে চাইলে (ফ্যাক্টরি আনলক না থাকলেও) আমাদের গ্রুপে আসেন। এইটা নিয়ে ১০০টপিকে আলোচনা শেষ।

Click This Link
জয়েন করেন আমাদের সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.