নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজী মোহাম্মদ জাবেদ

এক গর্বিত বাংলাদেশী

গাজী মোহাম্মদ জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ধরেন আমাকে পেট্রো বোমাবাজ ধারণা করে পুলিশ গুলি করলো, আমি মারা গেলাম। পরে দেখা গেলো আমি সাধারন মানুষ। তখন কি হবে????

২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭

এক ছোট ভাই সেদিন ১ ভয়াবহ পরিস্থিতির শিকার হল। কেউ একজন ককটেল মেরে তার পাশ দিয়ে পালিয়ে যাচ্ছিলো। ককটেলের আয়াজে সবার সাথে সেও দৌড় দিলো। তার কাঁধে ব্যাগ থাকায় পুলিশ ভাবলো সেই কক্টেল মেরেছে। তারা তাকে দৌড়ানো শুরু করে। কিছুদূর যাওয়ার পরে পুলিশ বলে থামো না হলে গুলি করবো। তখন তার হুশ হয় এবং পিছনে ফিরে।তার ব্যাগ চেক করা হয়, ২-৩টা রোলের বাড়িও খাওয়া হয় তারপর কিছু টাকা পয়সা খরচ করে পুলিশের কাছ থেকে তাকে আত্মীয় স্বজনদের বের করে আনা।

এটা শুধু আমার সেই ছোট ভাইয়ের অভিজ্ঞতা নয়, ঢাকাবাসী অনেকেই এই অভিজ্ঞতার মুখামুখি এখন। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ করছে গুলি। গুলির নির্দেশ দেওয়া আছে রেব এবং বিজেবিকেও। আমার প্রশ্ন..................... ধরেন আমাকে পেট্রো বোমাবাজ ধারণা করে পুলিশ গুলি করলো, আমি মারা গেলাম। পরে দেখা গেলো আমি সাধারন মানুষ। তখন কি হবে????
রক্ষীবাহিনীকে যখন গুলির নির্দেশ দেওয়া হয় তখন মাওলানা ভাসানি বলেছিলো" মুজিব, সন্ত্রাসী কারো গায়ে লেখা থাকেনা"। ভাসানির এই কথা থেকেই বুঝা যায় সরাসরি গুলি কতটুকু মানবতা বিরোধী। কারন সবার গায়ে তো তার পরিচয় লেখা থাকেনা.................................

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

আজমান আন্দালিব বলেছেন: বার্নিং কোশ্চেন।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১২

দ্যা লায়ন বলেছেন: যখন আল্লাহ কোন জাতির উপর নারাজ হয়ে গজব নাজিল করেন তখন সেই অপরাধির সাথে নারী শিশু ভালো মানুষ মারা যায়,যখন আপনাকে কোন একটা পিপড়া কামড় দেয় আপনি রেগে গিয়ে অনেক গুলো পিপড়া মেরে ফেলেন হাতের ঘষায়।

আপনার মৃত্যু বিফলে যাবেনা,আপনাকে দিয়ে সত্যিকারের বোমা বাজরা শিক্ষা নিবে ভয় পাবে :) আপনি শহীদ

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

হরিপদ কেরাণী বলেছেন: এরকম ক্রস ফায়ারে এখন যে কেউ পড়তে পারে। পুলিশও কন্ট্র্যাক কিলিংয়ের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তার মানে সামনের পরিস্থিতি ভয়াবহ! সবার সাবধানে থাকা উচিৎ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

দ্যা আহমেদ মামুন বলেছেন: তখন হয়ত বড়জোর সরি!

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪২

খেলাঘর বলেছেন:



জামাত শিবির পোষার ক্ষতিপুরণ সবাইকে দিতে হবে।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

হুতুম বলেছেন: দ্রুত একটা অংশগ্রহণ মূলক নির্বাচন দিতে হবে।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

ইসপাত কঠিন বলেছেন: তখন আপনার নামে গোটা বিশেক মামলা আবিষ্কৃত হতে পারে। অত সহজে পার পাবেন বলে মনে হয় না, সেটা যে দলের আমলই হোক না কেন।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে ক্ষমতাবান পুলি.. হলো বাংলাদেশের পু..শ। আবার সবচাইতে অদক্ষ প্রশিক্ষনহীন করাপটেড অকর্মন্য অপদার্থ অযোগ্য লোভী পু..শ হল ...ওরাই!

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩১

গাজী মোহাম্মদ জাবেদ বলেছেন: ধন্যবাদ সবাই কে। তবে আমরা আমাদের মানবতা দরে রাখতে।আল্লাহ আমাদের সবাই ক সুখী kরবে।ইনশাল্লাহ।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

কবি ইমতিয়াজ হোসেন বলেছেন: যথার্থ বলেছেন।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

শ্রাবণধারা বলেছেন: দ্যা আহমেদ মামুন বলেছেন: তখন হয়ত বড়জোর সরি

বাংলার পুলিশ বলবে "সরি" !!!! কোনদিন না, তখন আপনি মরিয়া প্রমাণ করিবেন আপনি এক বিরাট সন্ত্রাসী ছিলেন, যদিও আপনার বাবা-মা, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব আপনাকে অতি সজ্বন নিরীহ বলেই জানতো, আপনার নামে পুলিশকে বোমা মারা ও ডাকাতির মামলা সহ ২৫-৩০ টি মামলা ছিল !!!!!

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৫

রাফা বলেছেন: ধরেন আপনাকে গুলি করা হলোনা ,আপনি বাসে বোমা মের 30 জনকে পুড়িয়ে মারলেন। তখন কি হবে ???

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৭

কোলড বলেছেন: It can happen and best is to be proactive. Police in BD are basically coward and always nervous due to the hostile situation. Try to hurt them before they can hurt you. At least you will have the satisfaction knowing that you took someone with you to the maker.

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩১

গাজী মোহাম্মদ জাবেদ বলেছেন: প্রতিটা মৃত্যুই দুঃখের এবং কষ্টের। যার স্বজন মরে সেই বোঝে হারানোর কত জ্বালা । কোকোর বিদেহি আত্মার শান্তি কামনা করছি।

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৮

গাজী মোহাম্মদ জাবেদ বলেছেন: we are really unhappy for our political crisis.... sometimes i believe that we have bo rights.... one thing is very important that our maximum politicians are unable to develop our country...that's they have no proper educated knowledge...... they have corruption knowledge.... they always try to get bribe.... actually they don't know how to develop in sustainable ways..

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০২

গাজী মোহাম্মদ জাবেদ বলেছেন: রাফা ভাই কোন মানুষ এমন করলে সে মানুষ না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.