![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিল আছে গণতন্ত্রের । গণতন্ত্রের যেমন ১ দল থাকে ক্ষমতায় আর আরেকদল করে চেষ্টা তাদের ক্ষমতা থেকে নামানোর। তেমনি ক্রিকেটের ১ দল করে ব্যাটিং আর আরেক দল বোলিং করে, করে তাদের আউট করার চেষ্টা। এটাই ক্রিকেট এবং গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম। যদি কোন ব্যাটিং করা দল বলে আমি বোলিং করা দলকে মানিনা, দেবনা তাদের বোলিং করতে তাহলে তা হবে উন্মাদীও কাজ। নষ্ট করবে খেলার স্বাভাবিক এবং সুন্দর সিস্টেমকে। মাঠে শুরু হবে মারামারি।
বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। খারাপ অর্থনীতির অবস্থাও। পচন ধরেছে দেশের অনেক ব্যাবস্থায় । কিন্তু ক্রিকেট নিয়ে এখনো আমরা দেখি স্বপ্ন। কারন সেনাবাহিনি আর ক্রিকেট ছাড়া যে আমাদের স্বপ্ন দেখার জিনিসের বড্ড অভাব।
বাংলাদেশ দলের জন্য রইলো শুভ কামনা। যদি বাংলাদেশ খেলায় ভাল করে তাহলে স্বপ্নহারা মানুষ গুলকারন্তত আরো কিছুদিন স্বপ্ন দেখার ঘোরে থাকবে। হয়তো কিছুদিন যৌথবাহিনীর অভিযানের নামের মানুষ মারার আতংক ভুলে থাকতে পারবে। পেট্রোল বোমায় পোড়া মানুষের গন্ধও নাকে লাগবেনা তাদের...........................
©somewhere in net ltd.