![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
রাজাকার কারা? আক্ষরিক অর্থে রাজাকার শব্দের অর্থ হচ্ছে সেবাকারী। একাত্তর এর যুদ্ধের সময় যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষ শক্তিকে (পশ্চিম পাকিস্তান) সেবা করেছিল, তাদের খেদমত এ নিজেদের নিয়োজিত হয়ে দেশ ও মাটির সাথে বেঈমানি করেছিল তাদেরকেই সেইসময় রাজাকার বলা হয়েছিল। ঠিক একি ভাবে সমসাময়িক সময়ে যারা দেশ ও মাটির সাথে বেঈমানি করছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধ শক্তি হিসেবে কাজ করছে বা বিরুদ্ধ শক্তির সেবা করছে তাদেরকে আমরা রাজাকার বলব, সে যে ধর্মের বা যেই রাজনৈতিক দলেরই হোক না কেন। সুতরাং যারা শুধু একাত্তরের সময় খুন ধর্ষণ করেছে শুধু তারাই রাজাকার, এখনকার তরুণ প্রজন্মের মধ্যে কোন রাজাকার নেই এই কথা সঠিক নয়। তাদের এই তৎপরতা যদি আমরা এখনি খামিয়ে দিতে না পারি তবে অদুর ভবিষ্যতে এরাই হয়তো জন্ম দেবে আরেকটি যুদ্ধের যা আমাদের জাতি কখনই আশা করেনা। তাই আসুন এদের বিরুদ্ধে আমরা এখনি ঐক্যবোধ হই, প্রতিরোধ গড়ে তুলি। এটিই সঠিক সময়। It's now or never. এদেরকে ধ্বংস করতে পারলে হয়তো ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা বোনদের গ্লানি হয়তো কিছুটা হলেই দূর করা সম্ভব হবে।
©somewhere in net ltd.