নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

রাজীব হায়দার এর মৃত্যুতে আমরা শোকাহত। এর পেছনে শিবিরের উদ্দেশ্য কি?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

শহীদ হলেন আরেক নির্বিক সৈনিক আহমেদ রাজীব হায়দার। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। হয়তো এমন আরও অনেক লাশ পরবে। সব বড় অর্জন এর পেছনে সব সময় থাকে অনেক ত্যাগ, অনেক বিসর্জন। আর এইখেত্রে আমার কষ্ট আরেকটু বেশীই। কারণ কারণ আমার মতো তিনি ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার। কষ্ট হলেও এগুলো মেনে নিয়েই আন্দোলন চালিয়ে যেতে হবে। এখন আর থেমে থাকার সময় নেই।



শিবির একটা খুব জঘন্য কিন্তু বড় একটা চাল চাললো। একজন নাস্তিক হত্যা করে দুনিয়ার কাছে তুলে ধরতে চাইল এই যুদ্ধ আস্তিক আর নাস্তিকদের মধ্যে। আরও দেখাতে চাইলো যে এই আন্দোলনের নিয়ন্ত্রনকর্তারা সব নাস্তিক যারা কিনা দেশে ইসলাম এর শাসন চায় না। কিন্তু চালটা খুব risky হয়ে গেলো রে ......... খুব risky হয়ে গেলো।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

জ্যাক রুশো বলেছেন: শিবির একটা খুব জঘন্য কিন্তু বড় একটা চাল চাললো। একজন নাস্তিক হত্যা করে দুনিয়ার কাছে তুলে ধরতে চাইল এই যুদ্ধ আস্তিক আর নাস্তিকদের মধ্যে। আরও দেখাতে চাইলো যে এই আন্দোলনের নিয়ন্ত্রনকর্তারা সব নাস্তিক যারা কিনা দেশে ইসলাম এর শাসন চায় না। কিন্তু চালটা খুব risky হয়ে গেলো রে ......... খুব risky হয়ে গেলো।


আমার মনের কথা তুলে ধরছেন


১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

তেপান্তর মন বলেছেন: মনটা খুব খারাপ, ভাই। এইভাবে মিত্রশক্তিকে চোখের সামনে শেষ হতে আর কত দেখব?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

মোঃ শাব্বির আহমাদ বলেছেন: সেই ব্লগার আহমেদ রাজিব হায়দার (ব্লগ নামঃ থাবা বাবা) ব্লগের লিঙ্কঃ Click This Link

ঘুরে আসতে পারেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮

তেপান্তর মন বলেছেন: জী, আমি আগেই ঘুরে এসেছি। আপনার লিঙ্ক এর জন্য ধন্যবাদ।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

মেটাল বলেছেন: এইটা আন্দোলনকারীদের ২ ভাগ করার চেষ্টা । কারন থাবা বাবা নাস্তিক । সাধারনভাবে আমরা কেউই নাস্তিকদের সহ্য করতে পারি না । এই কারনে তাদের প্ল্যান হল আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করা ।
আর আরেকটা কারন হল , আমাদের ভয় দেখানো । ছাগুদের বলতে চাই , যতই চেষ্টা কর । লাভ নাই । থাবা বাবা শাহবাগে নাস্তিকতা প্রচার করতে যায় নাই । আমাদের সবার দাবি এক ।

কিন্তু চালটা খুব risky হয়ে গেলো রে ......... খুব risky হয়ে গেলো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

তেপান্তর মন বলেছেন: সহমত।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

শিব্বির আহমেদ বলেছেন: সামুতে স্টিকি পোস্ট দেখে "থাবা বাবা"র লেখা পড়লাম । অনেক নাস্তিকের লেখা পড়েছি , এই রকম নিম্ন মানের থার্ড ক্লাস লেখা পড়ি নাই। নাস্তিক নামের কলঙ্ক ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

তেপান্তর মন বলেছেন: আপনার মতামত এর জন্য ধন্যবাদ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০

তেপান্তর মন বলেছেন: প্রতিপক্ষের সব কাজ সব সময় সবার কাছেই ৩য় শ্রেণীর বলেই মনে হয়। এ আর নতুন কথা কি?

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

চিগিমিকি বলেছেন:
ওরা থাবা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে, এবং একই সঙ্গে সব ব্লগারের তালিকা ধরে হত্যা করার হুমকি দিয়ে আসছে অনেক আগে থেকেই !

আজকে নতুন করে মনে সন্দেহ উঁকি দিচ্ছে -বিগত ক'মাস ধরে যেসব ব্লগার স্বভাবিক ভাবে বা রোগে ভুগে মৃত্যুবরন করেছেন তাদের মৃত্যু স্বাভাবিক তো ?????????????????????????
(ইমন ভাই তো আমাকে নিজেই বলে ছিলেন এবং আরো অনেকের কাছে এইএকই কথা বলেগেছেন বলে শুনেছি -বিভিন্ন পোস্টের কারণে উনাকে কারা যেন হত্যার হুমকি দিয়েছিল .... )

এবার পড়ায় পাড়ায়, অলিতে গলিতে ওদের সবার তালিকা তৈরি করা হোক। যা থেকে ব্লগ বা অনলাইনের আইডি গুলাও বাদ যাবে না। আর সেই তালিকা পাড়া মহল্লার দেয়ালে দেয়ালে ঝুলিয়ে দেয়া হোক, অনলাইনেও ...

ছাগু এবং ওগুলার বংশবদদের বিরুদ্ধে সবাত্মক যুদ্ধে এই তালিকা ব্যাবহার করে নিজ নিজ এলাকাতেই সবাই ওদের রুখে দিতে পারেন, এভাবেই ওদের খুব সহজে রুখে দেওয়া সম্ভব হবে ............

জয় বাংলা !!!!!!!!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

তেপান্তর মন বলেছেন: ওরা একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করে বাংলার বিজয় আঁটকে রাখতে পারেনি। এখন ব্লগার হত্যা করেও বাংলার বিজয় আঁটকে রাখতে পারবে না।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

shomoyerdam বলেছেন: "থাবা বাবা" নামে এক জঘন্য নাস্তিক ব্লগারকে আততায়ীরা জবাই করে তার বাসার সামনে রেখে গেছে। তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ফেসবুকে। তবে একটা ব্যপার লক্ষ্য করলাম যেসব মানুষ নাস্তিক ব্লগারদের সমর্থন করেছেন তাদের অনেকেই থাবা বাবার বিরুদ্ধে কথা বলছে। কারন এই কুকুরটি আমার নবী মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুরুচিপুর্ন ব্লগ লিখেছিল, নবীর ব্যাঙ্গচিত্র একেছিল।

আমরা এভাবে তাকে খুন করাকে সমর্থন করিনা। তবে আমাদের দাবী, এই জানোয়ারটির যেন জানাযার নামাজ না হয়। তাকে এমনিতে মাটি চাপা দিয়ে রাখা হোক। যেই নবীর নামে আল্লাহ সমগ্র পৃথিবী উৎসর্গ করেছেন সেই নবীকে যে অপমান করে কথা বলে তার ১ বার কেন ১০০ কোটি বার জানাযার নামাজ পড়লেও আল্লাহ ক্ষমা করবেন না। এসব কুলাঙ্গার নাস্তিকদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারেনা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২১

তেপান্তর মন বলেছেন: ধর্ম যার যার, দেশ সবার।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

পেন্সিল স্কেচ বলেছেন: রাজিব হত্যা কারীর বিচার চাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

তেপান্তর মন বলেছেন: রাজিব হত্যা কারীর বিচার চাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

তেপান্তর মন বলেছেন: রাজিব হত্যা কারীর বিচার চাই

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭

মু.ই.মা ইমন বলেছেন: Click This Link

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

মু.ই.মা ইমন বলেছেন: apnar post porar agei status diyesi.... tobe post ta pore dekhlam moner kothai bolechen (Y)

Click This Link

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২২

তেপান্তর মন বলেছেন: হম দেখলাম। সচেতন মানুষ মাত্রই ছাগুদের চাল বুঝতে পারে।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৮

স্পাইসিস্পাই001 বলেছেন: স হ ম ত......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.