![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
আজ একজন শিবির কর্মী (আমারই ব্যাচমেট বন্ধু) কে আটক করা হোল। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জিজ্ঞেস করা হলঃ
- তোর রুমে কি শিবির এর কোন বই আছে?
তার উত্তরঃ হুম, শিবির এর ২ টা কুরআন শরিফ আছে
- কুরআন শরিফ আবার শিবির এর হয় কি করে?
উত্তরঃ মউদুদীদের লেখা কুরআন, তাই বললাম শিবির এর।
- মউদুদীরা কুরআন লিখছে? কস কি মমিন?
উত্তরঃ জী না। অনুবাদ করেছে।
জানতাম বাইবেল এর বিভিন্ন version পাওয়া যায় বাজারে। এক এক জন অনুবাদকের নামে এক এক version. যেমন ঃ
New King James Version (NKJV)
Douay-Rheims 1899 American Edition (DRA)
Holman Christian Standard Bible (HCSB) ............ ইত্যাদি ইত্যাদি
এখন দেখা যাচ্ছে কুরআন এর ও বিভিন্ন version বের হচ্ছে। কাদেরিয়া version, মউদুদী version ইত্যাদি। আরেকটু ঘাটাঘাটি করে জানতে পারলাম ঠিক বাইবেল এর মতই এইসব অনুবাদেও একটার সাথে অন্নটার অনেক ফারাক। যারা কিনা কুরআনকে বিভক্ত করছে, যার একটা নোকতা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারোর নাই, তাদের কিভাবে ইসলামভিত্তিক দল বলা হচ্ছে আমার মাথায় ঢোকে না। এরা তো নাস্তিক বা কাফির এর তুলনায়ও ইসলাম এর বড় শত্রু। জিহাদ ঘোষণা করলে এদের বিরুদ্ধেই করা উচিৎ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
তেপান্তর মন বলেছেন: আমি কি বোঝাতে চেয়েছি সেইটা আপনি বুঝলেই হইলো। মনে হচ্ছে আমি কি বুঝাইতে চাইছি আপনি খুব ভালভাবেই বুঝতে পেরেছেন। তারপরেও একটা কমা দিয়া দিলাম।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
পুংটা বলেছেন:
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
তেপান্তর মন বলেছেন:
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
আতিকুল০৭৮৪ বলেছেন: rakib bhai apni tena pechaccen..lekha copy korle full line copy koren..tepantp bhai thiki likhecen,,জারা কিনা theke shuru koren,,apnara paren o
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
আতিকুল০৭৮৪ বলেছেন: যারা কিনা কুরআনকে বিভক্ত করছে যার একটা নোকতা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারোর নাই তাদের কিভাবে ইসলামভিত্তিক দল বলা হচ্ছে আমার মাথায় ঢোকে না। ebar poren,,dekben thiki ace
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
তেপান্তর মন বলেছেন: আরও ক্লিয়ার জন্য কমা দিয়া দিছি। আর রাকিব ভাই এর মতো কিছু পাব্লিক না থাকলে পোস্ট লিখে মজা নাই :#>
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: হায়রে ব্লগার! মনে যায় আসে লেখার নামই কি ব্লগিং?জি তাই যদি ব্লগ হয় লিখুন। উপরের মন্তব্যটা একটু দেখুন।আর নিজের মাথায় মগজটা কে ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা রাখুন। রাগ করবেন না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
তেপান্তর মন বলেছেন: আমার ভুল টা বুঝতে পারলাম না। আরেকটু বুঝিয়ে বললে ভালো হতো।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
রাকিব হাসান (সাব্বির) বলেছেন: জি ভাই আমার মত আছে দেখেই যা বলি নিজের নাম দিয়ে বলি । আপনাদের ছদ্ম নামে কিছু বলি না।
আসলে মানুষকে ভালো বলতে নাই। আমি কি বল্লাম আর এই পোস্ট এর লেখক কি বুঝল। মানুষকে অপদস্ত করাই যে আপনাদের ব্লগিং তা সরাসরি বল্লেই পারেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯
তেপান্তর মন বলেছেন: সরি ভাই, আমার ভুল হইছে, মাফ করে দিয়েন।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১
সাধারণী বলেছেন: "আরেকটু ঘাটাঘাটি করে জানতে পারলাম ঠিক বাইবেল এর মতই এইসব অনুবাদেও একটার সাথে অন্নটার অনেক ফারাক। যারা কিনা কুরআনকে বিভক্ত করছে, যার একটা নোকতা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারোর নাই, তাদের কিভাবে ইসলামভিত্তিক দল বলা হচ্ছে আমার মাথায় ঢোকে না। "
আমার মনে হয় লেখক বলতে চেয়েছেন, "পবিত্র কোরআন শরীফের একটা নোকতা পরিবর্তন করাও কোন অবস্থাতেই গ্রহণযোগ্য না; অথচ এরা কোরআন শরীফকে নানান রকমের অনুবাদ করে বিভক্ত করেছে। তাদের কিভাবে ইসলামভিত্তিক দল বলা হচ্ছে তা আমার মাথায় ঢুকে না। "
ঠিক বলছি? ঠিক না বললে দুঃখিত।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
তেপান্তর মন বলেছেন: আমি আসলে ব্যাকরনে এতো ভালো না। তবে আপনি ঠিকই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
মিশনারী বলেছেন:
"এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ঘরে ঘরে"।
"এক নাস্তিক লোকান্তরে, লক্ষ নাস্তিক ঘরে ঘরে"।
জামাত শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়।
জয় বাংলা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
তেপান্তর মন বলেছেন: জামাত শিবির রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়।
জয় বাংলা।
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০০
মিশনারী বলেছেন: আমি আসলে ব্যাকরনে এতো ভালো না। তবে আপনি ঠিকই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
আবার ব্লগিং করে । হে হে হে .
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
+++++++++++++++++++
১১| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শিবির এর ২ টা কুরআন শরিফ আছে-----একটু কেমন কেমন যেনো লাগছে
আপনি কি নিশ্চিত সে তাই বলেছে?
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
রাকিব হাসান (সাব্বির) বলেছেন: ”যার একটা নোকতা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারোর নাই তাদের কিভাবে ইসলামভিত্তিক দল বলা হচ্ছে আমার মাথায় ঢোকে না।”
ভাই লাইন টা আবার ঠিক করে পড়েন। লাইন টার অর্থ কি বুঝে দেখেন। প্রয়োজনে ইডিট করে নিন। আমার মনে হচ্ছে লাইনটায় ভেজাল আছে। আপনার এই লাইনের অর্থ- কোরআনের নোকতা বদলাতে পারলে তারা ইসলামিক দল।