নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

অপারেশন ফ্রিডম সম্পর্কে আমার মতামত

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:২২

অনেকেই "অপারেশন ফ্রিডম" নামক গোপন অপারেশানটি নিয়ে অনেক আলাপ আলোচনা করছেন। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের একটি সম্মিলিত বাহিনীর মাধ্যমে জামাতী জঙ্গীদের নির্মূল করার জন্য শীঘ্রই “অপারেশন ফ্রিডম” নামে দেশব্যাপী একটি অভিযান চালানোর ব্যাপারে সরকার নীতিগত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে।



যদিও এর সত্যতা নিয়ে আমি কোনভাবেই নিশ্চিত নই তারপরেও বলতে চাই যে সরকার যদি এমন কোন উদ্যোগ গ্রহন করে তবে তার আগে জামাত- শিবির কে নিষিদ্ধ করা প্রয়োজন। তখন রাষ্ট্র একথা বলার পূর্ণ অধিকার পাবে যে তারা একটি জঙ্গি সংগঠন। তার আগ পর্যন্ত কিন্তু তারা বাংলাদেশের অন্যতম একটি শক্তিশালী একটি রাজনৈতিক দল। তখন রাজনৈতিক দল হিসেবে তাদের অধিকারগুলো সংরক্ষন করাও কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্তের মধ্যে পরে। পাশাপাশি তারা এটাও বলতে পারবে না যে অপারেশানটা জঙ্গি দমন অপারেশান। কারণ তখন তারা প্রকারান্তরে কিছু রাজনৈতিক নেতাকে হত্যা করবে যেটা কিনা দেশকে আরও বড় ধরণের রাজনৈতিক অস্থিরতার দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি।



সোর্সঃ



জামাত নির্মূলে যৌথবাহিনীর অপারেশন টিম



জামাত নির্মূলে আসছে ‘অপারেশন ফ্রিডম’



জামাত নির্মূলে যৌথবাহিনীর অপারেশন টিম

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:২৬

ইলুসন বলেছেন: আমি একটা সাইট খুললে আমিও সাংঘাতিক হইয়া যামু!

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩১

তেপান্তর মন বলেছেন: আপনি এখনো সাইট খুলেন নাই? এখন তো সবারই সাইট আছে। আপনিও খুই ফালান। :)

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩০

নায়করাজ বলেছেন: আপনার কথাগুলো যুক্তিযুদ্ধ।

জামাত শিবির নিষিদ্ধ করা হোক। আর তাণ্ডব চাই না ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩২

তেপান্তর মন বলেছেন: হুম, আর কোন তাণ্ডব চাই না।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩২

মুফতি বাবা বলেছেন:

-

কুত্তালীগ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের একটি সম্মিলিত বাহিনীর মাধ্যমে নতুন রক্ষী বাহিনী গঠন .............???

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

তেপান্তর মন বলেছেন: আপনার বক্তব্য স্পষ্ট নয়।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

প্রবাসী১২ বলেছেন: সকল অপরাধির সমান বিচার না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবেনা। নব্য খুনী ও ধর্ষকদের মুখে পুরনো ধর্ষক ও খুনীদের বিচার দাবী হাস্যকর। নিরোপেক্ষ প্রশাসন ও বিচার ব্যবস্থা ছাড়া এটা সম্ভব নয়।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১১

তেপান্তর মন বলেছেন: হুম, সবারই শাস্তি হবে, তাই চলুন শুরু থেকে শুরু করি। একসময় আমরা নব্যদের কাছেও আসব।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১১

নাহিদ সৈকত বলেছেন: প্রবাসী১২ বলেছেন: সকল অপরাধির সমান বিচার না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবেনা। নব্য খুনী ও ধর্ষকদের মুখে পুরনো ধর্ষক ও খুনীদের বিচার দাবী হাস্যকর। নিরোপেক্ষ প্রশাসন ও বিচার ব্যবস্থা ছাড়া এটা সম্ভব নয়।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১২

তেপান্তর মন বলেছেন: হুম, সবারই শাস্তি হবে, তাই চলুন শুরু থেকে শুরু করি। একসময় আমরা নব্যদের কাছেও আসব।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৪

নাহিদ সৈকত বলেছেন: প্রবাসী১২ বলেছেন: সকল অপরাধির সমান বিচার না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবেনা। নব্য খুনী ও ধর্ষকদের মুখে পুরনো ধর্ষক ও খুনীদের বিচার দাবী হাস্যকর। নিরোপেক্ষ প্রশাসন ও বিচার ব্যবস্থা ছাড়া এটা সম্ভব নয়।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৭

সেতু আমিন বলেছেন: মাসুদ রানা কই। মাসুদ রানাকে ছুটি থেকে দেশে ডেকে এনে দায়িত্ব দেয়া হউক।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

তেপান্তর মন বলেছেন: মাসুদ রানা রা শুধু গল্পেই থাকে। বাস্তবে তাদের দেখা যাই না :(

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৫

আশিকুর রহমান ১ বলেছেন: ম্পূর্ণ সহমত

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১১

তেপান্তর মন বলেছেন: ধন্যবাদ

৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০

একলা একা বলেছেন: লেখক বলেছেন: হুম, সবারই শাস্তি হবে, তাই চলুন শুরু থেকে শুরু করি। একসময় আমরা নব্যদের কাছেও আসব।
তাহলে তো এ ধারা চলতেই থাকবে আমরা পুরোনোদের বিচার নিয়ে ব্যস্থ থাকব আর বর্তমানের অপরাধীদের বিচার হবে ৪২ বছর। এটাতো মানা যায় না। তাই নয় কি? বরং হওয়া উচিত বর্তমানে যারা অপরাধ করেছে তাদের বিচার প্রথমে হওয়া তাহলে জনগনের সাপোর্ট থাকবে এবং সকল অপরাধীদের বিচার করাও সহজতর হবে।
কিন্তু আমার মনে কোন কোন দলই এটা করবে না কারন সবাই তো একই ধরনের অপরাধী।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৫

তেপান্তর মন বলেছেন: যদি সুষ্ঠুভাবে বিচার কাজ পরিচালনা করা যায় সেক্ষেত্রে গত ৪২ বছরের সব ধর্ষকদের সাজা ২ বছরেই দেয়া সম্ভব। কিন্তু আগের কাজ আগেই করতে হয়। পরের জন্য ফেলে রাখলে সেটা আর কখনই করা হয় না।

১০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: logical কথা বলেছেন ।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

তেপান্তর মন বলেছেন: logical কথাও আজ কাল সবার কাছে logical কথা মনে হয় না। আপনাকে ধন্যবাদ

১১| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬

আহলান বলেছেন: নব্য রক্ষী বাহিনী নাকি ....

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬

তেপান্তর মন বলেছেন: হুম

১২| ০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: মাইরা ফেলান জরুরী। এখনও কি কম করতিছে? সব আন্তর্জাতিক মাধ্যমকে নিজেদের কাজে লাগাচ্ছে জামাতি জঙ্গীরা। পরেও একি ধরনের লাফালাফি করবে। কোনো সমস্যা নাই। শুরু হোক অপারেশন ফ্রিডম। খুব দরকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.