![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
একজন অসধারন সাহসী নেতা ও প্রেসিডেন্ট ছিলেন তিনি। কাউকে কখনও ভয় করেননি। মনে প্রানে ঘৃণা করতেন capitalism কে। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন সব সময়ই সোচ্চার সেই অপরাধী যেই হোক না কেন। আসুন দেখি তার সাহসী কিছু কর্মকাণ্ড।
১. আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বুশকে তিনি সর্বসমক্ষে একজন "psychologically sick man" বলে গালি দেন যা কিনা ওসামা বিন লাদেনও কখনও করতে পারেনি।
২. ফিলিস্তিনে ইস্রায়িলী গণহত্যা কে তিনি Holocaust এর সাথে তুলনা করে বলেছিলেন এটা হল "New Holocaust".
৩. ইরানের প্রেসিডেন্ট এর সাথে দেখা করে তিনি একত্রে US Empire ধ্বংস করার প্রতিজ্ঞা করেছিলেন।
৪. Secretary of Defense Donald Rumsfeld কে তিনি barking dog বলে কটাক্ষ করেছেন এবং তার বিভিন্ন নীতির তীব্র বিরোধিতা করেছেন।
৫. বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ওবামাকেও তিনি ছেড়ে কথা বলেননি। তিনি বলেন - ওবামা একজন clown.
৬. এখানে তিনি capitalism এর তীব্র বিরোধিতা করতে গিয়ে বলছেন - চাঁদে নিশ্চয়ই একসময় জীবন ছিল। capitalism তা ধ্বংস করেছে।
৭. Terrorism এর ভয়াবহতা নিয়ে তিনি অনেক কথা বলেছেন -
৮. Libyan leader Muammar Gaddafi এর হত্যা সম্পর্কে তার মন্তব্য -
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪০
ফকির সাইঁ বলেছেন: মতাদরশে তিনি আমার সমপুরনো উলটো, তারপর ও আমি তাকে ভালোবাসি :: কারন তিনি ইনসাফের কথা বলেছেন, যেটা বলা উচিৎ