![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
১. কয়দিন আগ পর্যন্ত পোলাপাইন কইত দলে নাকি পেলেয়ার এখন ২ ডা; সাকিব আর মাহমুদুল্লাহ। সাকিব আর মাহমুদুল্লাহ ছাড়াই আমরা কি পারি দেখায় দেয়া হইলো।
২. মুরালি কি জিনিস ছিল এইডা শ্রীলঙ্কা হাড়ে হাড়ে টের পাইতেছে।
৩. Ashraful doesn't always play well. But when he does, he makes sure to break the top score. টপ ১০টা স্কোর এর ৪ টাই আশরাফুল এর। :O
৪. আমি মাহমুদুল্লাহ এর কথা চিন্তাইতেছি। বেচারা না জানি কি কষ্টেই আছে। এই ক্রিস এ এই ম্যাচ এ এই অবস্থা।
৫. মুশির কথা আর কি কমু? Popcorn নিয়া গ্যালারীতে বসলাম।
৬. "বাংলাদেশ এর টেস্ট স্ট্যাটাস কাইরা নেয়া উচিৎ। " কেডা জানি কইছিল?
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৪
পলাতক আসামী বলেছেন: তারপরেও কেন যে বাংলার মানুষ মনে-প্রানে পাকিস্তান বা ভারত ক্রিকেট টীম কে সাপোর্ট করে বুজি না।।