![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
হুম আর্টসেল এর চলে যাওয়াটা কষ্টের। লিঙ্কন, এরশাদ এর গলা শুনে কলেজ, ভার্সিটি লাইফ পার করেছি, তাদের বিদায় অন্তরকে যে পোড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি তাদের এই সিদ্ধান্ত সঠিক ছিল। এরশাদকে বাদ দিয়েও হয়তো তারা ব্যান্ডটা চালিয়ে যেতে পারতো কিন্তু সেক্ষেত্রে ব্যান্ড তার নিজস্ব স্বকীয়তা হারাতো। আমরা আর আগের সেই আর্টসেল কে পেতাম না।
অনেকেই দেখলাম শেষ এ্যালবামটা রিলিজ করতে দেরি করছে বলে আর্টসেল এর চৌদ্দগুষ্টিকে ধুয়ে দিচ্ছেন। তাদের বলতে চাই আপনি যে আপনার বেতনভুক্ত কর্মচারীর মত করে তাদের কাজ সময়মত শেষ না করার জন্য গালাগালি দিচ্ছেন, তো তাদের এই কাজের বিনিময়ে আপনি তাদের কি দিবেন? কখনো গাঁটের পয়সা খরচ করে তাদের একটা এ্যালবাম কিনেছেন? আপনারা যে পয়সা দেন তাতে তো গান গেয়ে সংসার চলে না ভাই। তাদের সবাইকেই দিনে ৯ টা ৫ টা জব করতে হয়। তাও আবার গ্রামীণফোন সিটিসেল এর মত খাইশটা কম্পানিতে যাদের কাছে একদিন ছুটি চাইলে বলে "একদিন কেন? আপনি একবারে ছুটি নিয়ে নেন। আপনার আর আসতে হবে না।"
এর মধ্যে থেকে সময় বের করে চার প্রান্তের ৪ জন কে এক সাথে করা যে কতো কঠিন এটা যারা কখনো ফেস করেনি তাদের বঝান যাবেনা। আর প্রতিটা গান প্রসব করা কি কি পরিমাণ teamwork আর টাইম এর ব্যাপার সেই বেপারেও মনে হয় অনেকেরই ধারণা নেই। রাতের পর রাত জেগে করা কম্পোজিশন, ঘণ্টার পর ঘণ্টা গিটার টিউনিং, জ্যামিং, instrument এর synchronization এর ফলাফল এক একটা গান। তারপর সেটা যদি হয় কোন মেটাল ব্যান্ড তাহলে তো কথাই নেই। সময় আরও অনেক বেশি লাগে। এর উপরে বর্তমানে একজন ব্যান্ড মেম্বার এর কাঁধে হাই প্রফাইল একটা মামলা ঝুলছে। আমি শুনেছি সুধু এই শেষ এ্যালবামটা করার জন্য সাজু নাকি বেশ কয়েকটি overseas Job অফার ফিরিয়ে দিয়েছে। আপনাদের দেয়া এই চাপ ও বিশ্রী সমালচনা নিতে না পেরেই শেষ পর্যন্ত ভেঙ্গে দিতে হল ব্যান্ডটি। আপনারা একটু ধৈর্যশীল হলে হয়ত আরও ১ বছর পরে হলেও তাদের এ্যালবাম আমরা শুনতে পেতাম।
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৯
chinu_138 বলেছেন: উচিত কাজ করছে
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৭
লিন্কিন পার্ক বলেছেন:
বালের পাবলিক নিজের টাকায় অ্যালবাম কিনব না কিন্তু হিউজ ফ্যান বইলা ঠিকই লাফাইব !!
উচিত কাজ করছে