নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তেপান্তর মন

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed .

তেপান্তর মন

বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।

তেপান্তর মন › বিস্তারিত পোস্টঃ

ঝাঁকুনি তত্ত্ব নিয়ে আলোচনা ............

২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১১

বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্যার মখা আলমগিরের ঝাঁকুনি তত্ত্বের উপর ভিত্তি ঢাকাতে এরই মধ্যে ব্যাবসা শুরু করে দিয়েছে একদল যুবক। তারা খুব সামান্য অর্থের বিনিময়ে বিভিন্ন পুরনো বা reconstruction করার জন্য ভবন ভাঙ্গার কাজ করে যাচ্ছেন। এতে করে একদিকে যেমন পুঁজিছাড়া ব্যাবসা করে বেশ কিছু ইনকাম করতে পারছেন সেইসাথে এই বিখ্যাত থেওরিটির বাস্তব প্রোয়োগ ঘটিয়ে দেশ ও জাতির অশেষ উপকারে নিয়জিত হয়েছেন।







অনেকে অবশ্য তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলছেন। তাদের ভারা করে শত্রুপক্ষ নাকি অনেক স্বাভাবিক ভবনও ধসিয়ে দেয়াল পরিকল্পনা করছেন। এরকম অনিয়ন যেন সম্ভবপর না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর উচিত তাদের উপর কঠোর নজরদারী রাখা।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

উদাসী স্বপ্ন বলেছেন: আমি তো ভাবছি কোয়ান্টাম ম্যাকানিক্সের আলোকে বাংলা ঝাকি বিষয়ক একটা পুস্তিকা লিখবো

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

তেপান্তর মন বলেছেন: অতি উত্তম ভাবনা। নুবেলও পাইয়া যাইতে পারেন .........

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উদাসী স্বপ্ন বলেছেন: আমি তো ভাবছি কোয়ান্টাম ম্যাকানিক্সের আলোকে বাংলা ঝাকি বিষয়ক একটা পুস্তিকা লিখবো =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

কপিরাইট না দেন-অন্তত কিছু সম্মানী ডাক্টর মখাকে কিসু দিয়েন !

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

তেপান্তর মন বলেছেন: যান, বইরের এক কোনায় ছোট্ট কইরা ডঃ মখার নামটাও দিয়া দিমুনে। B-))

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

অারমান বলেছেন: তা ঝাঁকুনি দেবার আগে মখার মতো কয় বোতল পান করতে হবে সেটা তো বললেন নাআাাাাাা :P |-) :P |-) :P |-)

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

তেপান্তর মন বলেছেন: "মখা এনার্জি ড্রিংক" খাইয়া নিছিল। :-P =p~

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

নীল জানালা বলেছেন: মশকারি করেন?? চিন্তায় আছি.... যুগান্তকারী এই আবিস্কারের লাইগা হাচিনা বিবির আগে মখা পাগলাই নোবেল লরিয়েট হয়া যায় কিনা!!! রং হেডেড মহিলাটা তাইলে কিন্তু পুরাই হেডলেস হয়া যাইবো কৈলাম।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

তেপান্তর মন বলেছেন: চিন্তার বিষয়। B:-/

৫| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

ভারসাম্য বলেছেন:
বানী চিরন্তনঃ বিল্ডিং এর নাজুক স্তম্ভ নাড়াচাড়া না করিয়া নিজের স্তম্ভ ধরিয়া নাড়াচাড়া কর।

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

তেপান্তর মন বলেছেন: থাকিতে হস্ত হইবনা কারো দ্বারস্থ,
বাহুবলে চরিত্র মোর রাখিব অটল। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.