![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারবারা এসো, রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই বিবেকের জংধরা দরোজায় প্রবল করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই জল্লাদের শাণিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে এসো বারবারা বজ্র হয়ে বিদ্ধ করি তাকে।
# গত ম্যাচে ৪৮ বল হাতে রেখে ৯ উইকেটে জেতাটা "by wickets" এবং "by balls" ২ দিক থেকেই T20 ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় বিজয়।
# ৪৮ বল থাকতেই ৯ উইকেটে হারা "by wickets" এবং "by balls" দুই দিকথেকেই T20 ইতিহাসে আফগানিস্তান এর সবচেয়ে বড় পরাজয়।
# আফগানিস্তান এর মাত্র ৭২ রানে অলআউট হওয়াটা ICC World Twenty20 ইতিহাসের ৩য় সর্বনিম্ন স্কোর এবং Twenty20 Internationals ইতিহাসের ৭ম সর্বনিম্ন স্কোর।
# ৭২ রানে অলআউট আফগানিস্তান এর T20 ইতিহাসের সর্বনিম্ন স্কোর তো বটেই সেই সাথে এটা হোল যে কোনো দলের বাংলাদেশের বিরুদ্ধে T20 ইতিহাসের সর্বনিম্ন স্কোর।
এক ম্যাচেই এত্ত এত্ত রেকর্ড
এখনও তো পুরা বিশ্বকাপ পইরা আছে
সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই ম্যাচ থেকেই কিন্তু বিশ্বকাপের রেকর্ড গণনা সুরু হয়ে গেছে। তাই বাংলাদেশ কিন্তু সুপার টেন এর বড় ৮টা দল থেকে ৪টা ম্যাচ বেশি পাচ্ছে।
সেই হিসেবে কোন কারনে বাংলাদেশ যদি ফাইনাল পর্যন্ত যেতে নাও পারে তারপরেও বড় বড় রেকর্ডগুলো হাতিয়ে নেয়ার সুযোগ আমাদের থেকে যাচ্ছে যেমন সার্বাধিক রান, সর্বাধিক উইকেট, এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান আর উইকেট ইত্যাদি ইত্যাদি।
কোয়ালিফাই রাউন্ড শাপে বর হইছে
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:১১
তেপান্তর মন বলেছেন: ভালোর তো কোন শেষ নাই।
হুম আমরা আরও ভালো করবোই।
ধন্যবাদ
২| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৫
দালাল০০৭০০৭ বলেছেন: এগিয়ে যাও বাংলাদেশ আমরা আছি তোমাদের সাথে।
৩| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৫
মোমেরমানুষ৭১ বলেছেন: জয় দিয়ে শুরু হওয়া খেলাটা জয় দিয়েই শেষ হউক.......
৪| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৪৬
আমি ব্লগার হইছি! বলেছেন: ভালোর কোনো শেষ নাই, ভালো করার চেষ্টা বৃথা তাই।
৫| ১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৩
অর্ণব_০০৭ বলেছেন: তালেবানি অহংকার ভাঙছে এতেই আমি খুশি ।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৫
নিরীহ বালক বলেছেন: বাহ বাহ !!!
ম চ ৎ কা র 'ই বটে
কিন্তু , কথা হইলো এইটা দিয়ে কিছুই হবে না । আসলেই ভালো করতে হবে । -_-