![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের এইদিনে আমি খুব বেশি হুমায়ুন আহমেদের অনুপস্থিতি অনুভব করছি । উনি থাকলে হয়ত বলতেন -- এরে ফাঁসি দেয়ার দরকার নাই । শাহবাগে ছাইড়া দেন । বা অন্য কোন পন্থা যা অন্য কারো মাথায় কখনো আসে নাই ।
আর তরুণদের এই জাগরণ দেখে মনে হয় অনেক বেশি খুশি হতেন ।
কারণ উনি সেই সময় খুব ভালো মত যুদ্ধ দেখেছেন । মৃত্যুর মুখোমুখিও হয়ে ছিলেন ।
নিজে শাহবাগ গিয়ে এমন কিছু বলতো বা করতো যা আন্দোলনের মাত্রাকে আরও বেশি তরান্বিত করতো ।
জানি না উনি এই খবর পেয়েছেন নাকি ।
ভালো থাকবেন ।
[ সম্পূর্ণ নিজের অনুভূতি ]
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
ট্যামময বলেছেন: +++++
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার সাথে একমত। সচেতন নাগরিকদের একজন ছিলেন তিনি। শ্রদ্ধাভারে স্মরণ করছি বাংলা সাহিত্যের এই অন্যকতম দিকপাল কে। লিখার জন্য ধন্যবাদ। এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক ধন্যবাদ।