![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখন চিন্তিত আমি কি সঠিক ইসলাম অনুসরণ করে এগুচ্ছি । ইসলাম সঠিক এই জায়গায় সবাই সঠিক । কিন্তু কোন রাস্তা দিয়া হাঁটলে গন্তব্য স্থলে পৌঁছাতে পারবো টা নিয়ে আমি এখন অনেক চিন্তিত ।
একেকজনের মতে সে সঠিক আর বাকি সব ভুল । নবী(সঃ) এসে তো '' অন্ধকার যুগের '' সমাপ্তি ঘটিয়েছে । কিন্তু বর্তমান সময়ে কে এর অবসান ঘটাবে ?
কোন নবী আর আসবে না ।
তাহলে কি কেউ আর সঠিক পথে আসবে না ।
কেন এতো বিভেদ । কেন এতো বিশৃঙ্খলা । কেন এতো তাণ্ডব । যে জায়গায় আমরা সবাই এক সে জায়গায় অন্য কারণে এক হতে পারি না ।
আমি কে ? কে বা জানে ?
কি হবে তা কেই বা জানে ?
জনম হল নাকো শেষ তবু জনমের তোরে জনম দিয়েছি নতুন জনমের ।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: আপনার তরে একখানা পোস্ট দিচ্ছি।
সালাম।