![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[ কোন ধর্মীয় দিক হতে বলছি না ]
নারীঃ
বর্তমানে '' সভ্যতা '' এর নামে তাদের পোশাকের বিপুল পরিবর্তন এসেছে । যাকে তারা আধুনিকতা , সময়ের সাথে মানিয়ে নেয়া প্রভৃতি বলছে । এর কারণ কি জানি না ।
টাইট জিন্স , ট্রান্সপারেন্ট জামা , আরও বহু কিছু । যা তারা তাদেরকে আকর্ষণীয় করার জন্য পরিধান করে থাকে । কিন্তু যখন কোন ছেলে তাদের উত্যক্ত করে তখন তারা রেগে যায় । কেন ? তোমরা তোঁ তোমাদের আকর্ষণীয় করে তুলতে চেয়েছ আর সেই চেষ্টার ফল পেলে রেগে যাবে কেন ?
আমার এক স্যার বলেছিল '' মম আগুনের কাছে গেলে গলবেই ।''
সুতরাং নারীদের উচিত শালীন পোশাক পরিধান করা । হিন্দি সিরিয়াল , সিনেমা দেখে কাপড় না পড়ার জন্য অনুরধ করা গেলো ।
পুরুষঃ
প্যান্ট যে জন্য তৈরি করা হয়েছিল মানে যে সকল অঙ্গ ঢাকতে আজ সেই সকল অঙ্গের নীচে প্যান্ট পড়া ফ্যাশান হয়ে গেছে । তাদের চলন উদ্যত । তারা সিগারেট রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুকে নিজেদের স্মার্ট দেখাতে চায় ।
স্টার কাবাবের সামনে একদিন এক অ্যান্টি এই রকম একজনরে ভালো মতোই ঝাড়ি দিছিল ।
শেষের কথাঃ
নারী পুরুষ উভয়ই যদি নিজেদের আচরণ , চলা ফেরা , পোশাক পরিচ্ছদ স্বাভাবিক রেখে চলতে পারে তবে দেশে অনেক বিশৃঙ্খলার অবসান ঘটবে ।
নারী পুরুষ অবাধ মেলা মেশার ফলেকি হচ্ছে তা প্রথম আলো এর নকশার শেষের দিকের সারা জাকের এর কাছে কিছু প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন ।
নারী পুরুষ নিজেদের বন্ধু বানিয়ে একজন আরেকজনের চাহিদা মেটানোতে বাস্ত ।
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২
জাবের তুহিন বলেছেন: আমি আসলে ধর্ষণ , ইভটিজিং বুঝাতে চেয়েছি ।
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
দিশার বলেছেন: ভাই এর মনে হয় দেশ বিদেশ ঘর হয় নাই, প্লিজ একটু ঘুরে দেখেন। অনেক কিসু জানতে শুনতে পারবেন। যে ফ্রান্স য়ে নুড বিচ আসে, ওখানে রেপ বেশি হচ্ছে, না "পর্দানশিন" দেশ পাকিস্থান , বাংলাদেশ য়ে .
জামা কাপড়ের সাথে রেপ, ইভ টিসিং এর সম্পর্ক না . সম্পর্ক মানসিকতা শিক্ষা, এগুলার সাথে।
একটা মেয়ে যদি নগ্ন হয়েও থাকে তাও তাকে রেপ করার অধিকার কারো নাই . আপনার বন পরিস্থিতির কারণে আপনার সামনে নগ্ন অবস্থায় আসলে নিশ্চয় সে "রেপ" হবে না . বা রুগী ডাক্তার এর সামনে জামা খুললে নিশ্চয় "রেপ" হয় না .
আপনার স্যার এর নাম পরিমল নাকি জানি না . কিন্তু "মোম আগুন" টাইপ এর শিক্ষা যে স্যার দিসে তারে স্যার বলতে লজ্জা লাগা উচিত।
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
জাবের তুহিন বলেছেন: ধর্ষণের ক্ষেত্রে আমি পুরুষকে ৮০ ভাগ দোষ দিলেও বাকি বিশ ভাগ দোষ মেয়েদেরকেই দিবো ।
আপনি মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণকে নগণ্য চোখে দেখতে পারেন না । মেয়েরা স্যারদের সামনে কেমন ন্যাকামি করে সেইটাও হেলা করতে পারেন না ।
আর বিদেশে বিয়ে ছাড়াই যখন শারীরিক সম্পর্ক স্থাপন করা যায় তখন রেপ করার প্রয়োজন কি ???
ওরা একজনে থাকতে চায় না । ওরা টেস্ট পরিবর্তনে বিশ্বাসী ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
প্রকৃতির প্রতিফলন বলেছেন: সভ্য পশু!!!
২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
জাবের তুহিন বলেছেন: :/
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
প্রকৃতির প্রতিফলন বলেছেন: সভ্য পশু!!!
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
দিশার বলেছেন: সরি ভাই মুখ খরাপ করতে চাই নাই। আপনার মত মানুষ নামের কলংক যারা মনে করে ধর্ষিত নারীর ২০% দোষ থাকে তাদের মুখে থুথু। দয়া করে আমাকে ব্লক করুন। আপনার ব্লগ য়ে জীবনে আর কমেন্ট করতে চাই না। আর আশা করি লাইফ যে আপনার মত কুলাঙ্গার এর দেখা যেন না পাই।
জামা কাপড়ে যারা ধর্ষণ এর আমন্ত্রণ খুঁজে পায় তাদের বিচিতে ইট বেধে ঝুলায়ে রাখা উচিত।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪
প্যাপিলন বলেছেন: দেশে বিশৃঙ্খলার জন্য নারী পুরুষের পোষাক দায়ী নয়, বরং সুশাষন ও আইনের কার্যকর প্রয়োগেরই অভাব। পশ্চিমা যে কোন দেশের কোন বিচে যখন নারীরা বিকিনি পরে ঘুড়ে বেড়ায় তখন তার কতজন উত্যক্তর শিকার হয়। হয়না, কারণ উত্যাক্ত করলে যত বড় প্রভাশালীর সন্তান হোকনা কেন আইনের হাত থেকে বাচতে পারবেনা, আর আমাদের দেশে খুন করলেও নিশ্চিত থাকা যায় যে কোন শাস্তি হবেনা।