![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে
দু'হাত প্রসারিত করে
কখনো বলা হয়নি '' তোমায় ভালোবাসি '' ।
পাহাড়ের চূড়ায় উঠে
উল্লাসের সাথে চিৎকার করে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
শান্ত নদীতে নৌকায় বসে, তোমায়
নদীর শীতল পানির ছিটে দিয়ে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
আষাঢ়ের অঝোর বৃষ্টিতে
কাকভেজা হয়ে দাঁড়িয়ে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলোতে
গাঁ ভিজিয়ে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
সবুজ ঘাসের মাঠে শুয়ে
আকাশের দিকে তাকিয়ে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
তোমার চোখে চোখ রেখে ,
তোমার হাতে হাত রেখে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
তবে হ্যাঁ , মনের গহীনে
গলা ফাটিয়ে অজস্রবার বলেছি
'' তোমায় ভালোবাসি '' ।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২
জাবের তুহিন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো!!