![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সবকিছু জ্বালিয়ে দিতে পারি ,
পুড়িয়ে সবকিছু ছাই করে দিতে পারি ,
দাউ দাউ করে চারিদিকে আগুন জ্বলবে ,
নিমিষেই সবকিছু শেষ হয়ে যাবে ,
সেই আগুন দেখে সবাই ভীত সন্ত্রস্ত হবে ,
ভীত হবে নিরীহরা , ভীত হবে পাষাণরাও ।
আগুন দেখবে একবার , আবার আমায়
দেখবে কে বেশি জ্বলন্ত আমি নাকি আগুন ?
কার বেশি উত্তাপ আমার না আগুনের ?
কিন্তু হায় আগুন জ্বালানোর কিছুই কিছুই যে আমার নেই ,
কি দিয়ে আগুন জ্বালিয়ে দগ্ধ করবো ?
কিসে পুড়ে ছাই হবে সবকিছু ?
কি দেখে মানুষ ভয়ে সন্ত্রস্ত হবে ?
ভাবনার রাজ্যে ডুবে আছি ,
ভাবনায় কত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করি ,
কিন্তু হায় বাস্তবে দেয়াশলাই কাঠির আগুনও আমার কাছে নেই ,
আমি আজ জরাজীর্ণ কষ্টে , ভাবনায় .................................
©somewhere in net ltd.