![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১ -
— রিমি জানিস আমি তোকে কত ভালোবাসি ।
— হুম, জানি। তুই
আমাকে এত্তোগুলো ভালোবাসিস।
— তোর ধারণা ভুল ।
আমি তোকে একটুখানি ভালোবাসি ।
তানজানিয়া মেয়েটাকে পেলে দেখিয়ে দিতাম
এত্তোগুলো ভালোবাসা কি ??
— আচ্ছা , তুই কি দা চিনিস?
— চিনবো না কেন ? ডাব কাটে যেটা দিয়ে ঐ
টা না ??
ওদের পাশেই ডাবের ভ্যান ছিল । সেখান
থেকে দা তুলে নিয়ে রিমি আমার দিকে তাক
করলো । দা হাতেও মেয়েটাকে কত সুন্দর লাগছে ।
রাগে হলুদাভ সাদা মুখটা লাল হয়ে গিয়েছে । চুল
এলোমেলো হয়ে গিয়েছে । কত সুন্দরই না রিমি।
মাঝে মাঝে রিমিকে এভাবে রাগাতে ভালোই
লাগে । .
০২
— কিরে, এতো তাড়াতাড়ি ফোন ধরলি । এখনও
ঘুমোস নি ??
— নারে , চোখ বন্ধ করলেই তোর ছবি চোখের
সামনে ভেসে আসছে ।
— সত্যি , বলছিস ??
— আজকে সকালের তোর দা নিয়ে দাড়িয়ে থাকার
ছবি কিছুতেই ভুলতে পারছি না । আচ্ছা সামনের
কুরবানি ঈদে তোর কন প্ল্যান আছে ??
— নাহ , কেন? আরো এক বছর পর তো।
— না, মানে কসাই পাওয়া খুব কষ্টের
চিন্তা করতেছি তোকে নিয়োগ দিবো। রাজি ??
টুপ করে লাইনটা কেটে গেলো । না ওকে আর এই
বিষয় নিয়ে ঘাটা যাবে না ।
০৩ -
— তোর হাত ধরে হাটতে ভালোই লাগে ।
কথাটা শুনেই বোধহয় মাথাটা আমার
কাধে রাখলো। চুলে গেঁথে রাখা শিউলি ফুলের
ঘ্রাণ পাচ্ছিলাম । সূর্য অস্ত যাচ্ছে পরিবেশ
লালচে আভায় আচ্ছাদিত ।
— " কোনদিন , আচমকা একদিন
ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে , -
' চলো যে দিকে দু'চোখ যায় চলে যাই ,'
যাবে ? "
— চল ।
— এতখন হাটতে পারবি তো ?
— কেন কই যাবি ? চাঁদে ?
— না, বাসায় যাবো । এইখান থেকে আমার
বাসা বেশ দূরে । আর ঐ টা হেলাল হাফিজের
কবিতা ছিল । তোকে আমি কিছু বলি নি।
হাতটা ছাড়িয়ে জোরে জোরে পা ফেলে বড়
অবেলায় চলে গেলো । আরো কিছুক্ষণ পর
রাগানো উচিত ছিল । ওর চলে যাওয়ায়
দেখতে ভালো লাগছে ।
০৪ -
— কিরে আজকে একেবারে লাল টুকটুকে মেম
সাহেব সেজে এসেছিস । কাহিনী কি ??
— কোন কাহিনী নাই । ইচ্ছা হলো তাই
সাজলাম। আগে বল আমাকে এই
পার্কে আসতে বললি কেন??
— চোখ বন্ধ কর। আর ডান হাত সামনে বাড়া।
রিমি যথাযথভাবে আদেষ পালন করলো। ওর
হাতে এক গুচ্ছ লাল গোলাপ রাখলাম।
— শুভ জন্মদিন ।
" তোমার জন্য সকাল দুপুর
তোমার জন্য সন্ধ্যা ,
তোমার জন্য সকল গোলাপ আর রজনীগন্ধা । "
আর লাল টুকটুকি সেজে আসার জন্য
এত্তোগুলো ধন্যবাদ।
তোকে লালে মাখা দেখতে অপূর্ব লাগে ।
ওর জন্মদিন যে মনে রেখেছি সেইটাই এখনও
বিশ্বাস করে উঠতে পারে নি ।
তবে খুশির মাত্রাটাও লুকিয়ে রাখতে পারে নি ।
মেয়েটাকে রাগলেও সুন্দর লাগে আবার খুশি হলেও
। একদিন রাগিয়ে পরের দিন খুশি করতে হবে ।
কখন বেশি সুন্দর লাগে দেখতে হবে।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৭
ফারহান চৌধুরী আসিফ বলেছেন: খুব চুন্দর +
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
জাবের তুহিন বলেছেন: প্রথম অংশ বাদ পড়ে গিয়েছিল । দুক্ষিত।
৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৪
উদাস কিশোর বলেছেন: ভাল লিখেছেন
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: