![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোড়ের দোকানে গিয়ে
দোকানদারকে আমাকে এক ফালি ' আমি ' দিতে বললাম।
অনেকদিনের কাস্টমার আমি,
তবুও সব মিলিয়ে দেখে,
হিমাগারের দিকে রওনা দিলেন তিনি।
আমার আমি থেকে এক ফালি 'আমি'নিয়ে এসে বললেন -
" আপনার 'আপনি' আর বেশি বাকি নেই "।
মৃদ্যু হেসে উত্তর দিলাম -
" জানি, আমিও আর বেশিদিন নেই,
পুশিয়ে যাবে। "
দোকানেই নিজের পঁচে যাওয়া অংশ ফেলে দিয়ে
নতুন আমার 'আমি' জুড়ে নিলাম,
কিছুদিনের রশদ
আবার কষ্টের তীব্রতায় পচন ধরবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
জাবের তুহিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।