নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাবের তুহিন

আছি । আমি আছি ।

জাবের তুহিন › বিস্তারিত পোস্টঃ

স্বরচিত কিছু কবিতা - ০১

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩০

১ - আগন্তুক
========
ভিতরে কষ্টদের বসবাস জেনেও
কড়া নাড়ার পেছনে কারণ কি ?
উজ্জ্বল , রঙিন দুনিয়া থেকে দূরত্ব
রাখতে চেয়েছিলাম ,
তবুও কড়াঘাত শুনে
নিঝুম কালো ঘরের দুয়ার খোলা ।
এক চিলতে আলোর অনুপ্রবেশ ,
দুয়ারের ওপাশে ভুলে কড়া নাড়া
আগন্তুকের হাস্যোজ্জ্বল মুখ ।
২ - ভালোবাসার বোমা
===============
ভালোবাসার বোমা মারবো
প্রতিটি বাসে ,
প্রতিটি জনসমুদ্রে ,
বিধান সভায় ,
প্রতিটি জেলহাজতে ,
গলে যাবে ঘৃণার চোখ
পুড়ে যাবে অহংকারের সাদা চামড়া ।
ভালোবাসার বিষ
মিশিয়ে দেবো ওয়াসার পানিতে ।
মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌছে দেবো ভালোবাসা ,
রক্তের রং হবে স্নিগ্ধ লাল ।
৩ - সংখ্যায় প্রেম
==========
তোমাকে আমি পচানব্বই ভাগ চাই ,
বাকি পাঁচ ভাগ অন্য কাউকে ।
আমি তোমার এক হাত দূরে দাঁড়িয়ে
কথা বলবো ,
অন্য সবাই তিন হাত দূরে ।
চায়ের কাপে তোমার এক চুমুক ,
আর অর্ধেকটা আমার ।
আড়াই মিনিট তোমার কথা শুনবো ,
তেত্রিশ সেকেন্ড তুমি আমার ।
অথচ তুমি আমাকে চব্বিশ ঘণ্টা
পর করে রাখার সিদ্ধান্ত নিয়ে রেখেছো ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

এহসান সাবির বলেছেন: বেশতো...!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

জাবের তুহিন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.