![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো ভাবি নি এভাবে মারা যাবো -
যেভাবে মারা গেলে শিয়রের পাশে
জিভ বের করা কুকুর হাঁপাতে হাঁপাতে ঘুরবে ,
যেভাবে মারা গেলে মসজিদে মুয়াজ্জিন
"একটি শোক সংবাদ " - বলে ঘোষণা দিবে না ,
যেভাবে মারা গেলে বহু প্রিয়জনকে , প্রিয় মানুষটিকে
বহু কিছু বলে যাওয়া যাবে না ,
যেভাবে মারা গেলে অকস্মাৎ অনেকগুলো জীবিত স্বপ্ন
মৃতদের কাতারে শামিল হবে ,
যেভাবে মারা গেলে আমার সম্ভাবনাময় জীবনের কথা ,
আমার নেয়া ভুল সিদ্ধান্তের কথা লোক মুখ সরগরম রাখবে ,
যেভাবে মারা গেলে আনকোরা কোন এক হুজুর
আমার জানাযা পড়াবে গলির কোন এক কোণায় ।
হ্যাঁ , ঠিক ধরেছেন আমি ঠিক সেভাবেই মারা গিয়েছিলাম
যেভাবে মারা যাওয়া কেউ মেনে নেয় না , আমিও মেনে নিতাম না
কিন্তু ভাগ্যের রসিকতা বড়ই নির্মম ।
[ প্রথম লাইনটি সুবাহ সেমন্তী এর একটি লিখার শেষ লাইন থেকে নেয়া । সেই লাইন থেকে অনুপ্রাণিত হয়েই পুরোটা লিখা ]
©somewhere in net ltd.