নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলার পথে কত সীমাহীন প্রতিকুলতা ভালো খারাপ আনন্দ বেদনা আর সত্যি মিথ্যা এ সব কিছু মিলিয়ে সামনে এগিয়ে চলা।

হাসান জাবির

আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।

হাসান জাবির › বিস্তারিত পোস্টঃ

কখনো কখনো নিজের ইচ্ছায় কিছু করা যায় না? আটকাতে হয় নিয়মের বেড়াজালে !!!!.।.।:D/:);).ছবি ব্লগ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

মাঝে মাঝে অনেক কিছু করে ফেলতে ইচ্ছে করে। করা হয় না বা করতে পারিনা যখন দেখি কোনও বিপদগ্রস্ত মানুষ বা জীব। অসহায় এর মত চেয়ে চেয়ে দেখা ছাড়া~~~মাঝে মাঝে ভাবি আমিও তো বিপদগ্রস্ত অসহায়। প্রবাস জীবনের কিভাবে যে নয় বছর চলে গেল ~~ কিসের জন্য ? কেন ? নয় বছরে অনেক কিছু দেখা অর্জন করা, প্রবাসে বৈধ ভাবে থাকার জন্য কত নিয়ম মেনে চলা। দিনের বেলা সবাই ব্যস্ত যার যার কাজে। রাতে আড্ডা (কুমিল্লা কান্দিরপার দাদার দোকান ও বন্ধুদের কত মিস করি ) তাও হয় না, নিজের মত হাই ভলিউম দিয়ে গান শুনতে পারি না (অথচ মন খারাপ হলে হাই ভলিউম দিয়ে গান শুনলে মন ভালো হয়ে যায় )। মেজাজ খারাপ থাকলে উচ্চস্বরে মোবাইলে দেশে কথা বলতে পারিনা প্রতিবেশী বিরক্ত। অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই ।সেই স্কুলের কেজি শ্রেণী থেকে ইংরেজি ( ১০০ নাম্বার) ইন্টার পর্যন্ত, অনার্স/মাস্টার্স কম বেশী ছিল। সব সময় ইংরেজি চর্চা আছে তারপরেও ইংরেজিতে কথা বলতে গেলে দাঁত ভেঙ্গে জিহবা কেটে যায়।;) সেই আমি কোরিয়ান ভাষা ইংরেজি থেকে ভাল পারি।:-* নিয়মের জন্য ব্যবসা খারাপ তারপরেও কোন জব করতে পারি না। ব্যবসা ছাড়া কিছুই করতে পারিনা শুধু বৈধ ভাবে থাকার জন্য। অনেক কিছু করতে ইচ্ছা করে প্রথম আলো তে মন্তব্য করলে মাথা থাকলে লেজ থাকে না,লেজ থাকলে মাথা থাকে না।X(সেই ২০০৮ থেকে সামু পড়ি কিন্তু ছিল না কোন সামুর অ্যাকাউন্ট ( তখন কোরিয়ান হিব্রু ভাষা পড়তে পারতাম না আমার ডেস্কটপ /লেপি ছিল ওই হিব্রু ভাষা। বিজয় ছিল বক্সের মত আসত )আসলে তখন চেষ্টা ও অত করিনি। তখন ইয়াহু ম্যাসেঞ্জার চ্যাট আর পল টকে সারাদিন।আর একটাই টাকা টাকা;) এ তো সেই দিন ভাষার মাস ফেইসবুকে বন্ধুরা বাংলায় লেখে পড়তে পারিনা সাহস করে অভ্র সেইভ করি। ভাবি অনেকদিন তো কই এর তেল দিয়ে ..।এবার সামু তে একটা অ্যাকাউন্ট করি এখন সামুতে অ্যাকাউন্ট আছে অনেক কিছু বলতে লিখতে চাইলেও পারি না সমাজ, পরিবার, আমার মেয়ে, বন্ধু ,আমার অবস্থান সব কিছুর পর ভাবি কত হল আমার বয়স। না আমি চাইলেও পারি না এখন যে নতুন প্রজন্মদের সময় ( যখন গ্রামীণ মোবাইল ছিল আমার হাতে তখন অনেকের মোবাইল ছিল না, ডেক্সটপ পেন্টিয়াম ২ (আমার মেয়ে বলে আব্বু এটা জাদুঘরে দিয়া দাও )/:) শুধু গেইম আর লুকিয়ে ;) দেখা। ওদের কাছে এখন স্মার্ট ফোন,স্মার্ট লেপি, হাতের মুঠো ইন্টারনেট সারা পৃথিবী ওদের ডান হাতে।আমার মেয়ে আমার থেকে ভালো মোবাইল /লেপি ফাংসান জানে। আসলে কিছু করার নেই চাইলেও কিছু করা যায় না আটকে গেছে নিয়মের বেড়াজালে।। নতুন প্রজন্ম চত্বর শাহবাগ সারা বাংলাদেশ এখন প্রজন্ম চত্বর ওরাই এখন আমাদের পথের দিশারি। ভাবি সবকিছু শেষে একটাই ~~~ সময়ের প্রয়োজনে। ~~~~~~সরি চান্স পাইয়া আমার মেয়ের কথা লিখে ফেলছি দোআ করবেন আমার মেয়েটার জন্য । আমার প্রিয়-গান শুনি হাই ভলিউম দিয়ে X(X( এটাতেও শান্তিতে নিজের ইচ্ছে মত গান শুনতে পারি না ( প্রতিবেশীরা বিরক্ত ) এ নিয়মের জন্য।।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

হাসান জাবির বলেছেন: অনেক ভালো ভালো লিখা পড়ি মন্তব্য করতে ইচ্ছে করে। চাইলে নিজের ইচ্ছে কিছু করতে পারি না। সেই নিয়মের বেড়াজালে~~~~ আমার লেখাতে ই মন্তব্য করতে পারি। ভাবি তাও ও তো পারি। ধন্যবাদ সামু

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

ফারজানা শিরিন বলেছেন: ও হো !!! খোঁপায় ফুল গোজার বয়স হয়ে গেছে প্রায় !!! :(

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০

হাসান জাবির বলেছেন: স্বাগতম @ ফারজানা শিরিন, ফাল্গুনের অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার ছোট্ট মেয়েটা হুম দোআ করবেন এ বার ক্লাস ফাইভ এ পড়ে।

৪| ২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

বোকামন বলেছেন:




হূম ! আটকাতে হয় নিয়মের বেড়াজালে ...।
দোয়া ও শুভকামনা রইলো আপনার ও আপনার পরিবারের জন্য।
ভালো থাকবেন।

২২ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

হাসান জাবির বলেছেন: হা হা হা হা, হুম অনেক অনেক ধন্যবাদ @ বোকামন। ভালো থাকবেন শুভ কামনা রইলো।

৫| ২২ শে মে, ২০১৩ রাত ৯:০১

বাংলার হাসান বলেছেন: দোয়া ও শুভকামনা রইলো আপনার ও আপনার পরিবারের জন্য।
ভালো থাকবেন।

২২ শে মে, ২০১৩ রাত ১০:১৩

হাসান জাবির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.