![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর একটু কাল বেঁচেই থাকি .........বেঁচে থাকার আনন্দে ।
দিন দিন যেন ব্লগের পরিবেশ টা বদলে যাচ্ছে !!! যে যেভাবে পারছে যত জঘন্য নোংরা ভাষা আছে আমাদের শিক্ষিত ভদ্র পরিবারের থেকে আসা লেখাপড়া জানা আমরা রাজনীতির কুটিলতার জন্য ব্লগের মত খোলামেলা পরিবেশে যেখানে টিন এইজ থেকে শুরু করে মুরুব্বি রা পর্যন্ত লেখালেখি করেন।কিভাবে যেন আমরা সব জায়গায় নোংরা রাজনীতি জড়িয়ে ফেলছি।
এ সামুর কারনে অনেকেই আজ ভালো লেখক। ভালো হউক মন্দ হউক নিজের লেখা সারা বিশ্বের বাংলাভাষীরা পড়তে পারছে।কত ভালো ভালো লিখা হত এ ব্লগে।এখন ভালো লেখা কালে ভাদ্রে যাও দুই একটা আসে তাও দশ মিনিটের মাঝে হারিয়ে যায় তৃতীয় বা চতুর্থ পেইজে।আমরা কি পারিনা আমাদের নিজেদের জন্য নোংরা রাজনীতি পরিহার করে গঠনমূলক আলোচনা সমালোচনার মাধ্যমে আমাদের অস্তিত্ব কে টিকিয়ে রাখতে।
একটি ব্লগ মানে একটি আমার নিজের লেখা।নিজের লেখা টাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হলে আমাকে /আমাদেরকে প্রথমে এগিয়ে আসতে হবে।
ব্লগিং হউক আনন্দময় , সবাই কে হ্যাপি ব্লগিং
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৩
হাসান জাবির বলেছেন: দেখে ভালো লাগল ,একটি কাব্যিক ভ্রমণ ( ধন্যবাদ - অথর্ব এবং একজন আরমান ) এর সুন্দর ও সার্থক প্রচেষ্টার জন্য।এখানে এ একজন ব্লগারের সফলতা।একটি ভালো লেখা অনেকদিন বেচে থাকে মানুষের মনি কোঠায়। ধন্যবাদ সামু আমাদের কে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাবাসিদের মাঝে বাংলা ব্লগিং করার সুযোগ করে দিবার জন্য।
একটি ভালো লেখা এবং একটি ভালো ব্লগিং হউক, আমার /আপনার ।
হ্যাপি ব্লগিং