নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো হতে চাই

জ্যাকসন

ভাল হতে চাই

জ্যাকসন › বিস্তারিত পোস্টঃ

AUTODESK REVIT ( আমার খুব প্রিয় একটি সফটওয়্যারে করা কিছু কাজ, দেখুন কেমন লাগে)

১১ ই জুন, ২০১৩ রাত ১১:০৪

পড়াশুনা নিয়ে এতো ব্যস্ত ছিলাম লাস্ট কয়েকটা মাস যে কিছুতেই সময় করতে পারছিলাম না। আজকে লাস্ট ক্লাস ছিল।



আমি একজন আর্কিটেকচার এর স্টুডেন্ট। এই শেষ সেমিস্টারে আমরা AUTODESK এর REVIT সফটওয়ারটি নিয়ে বেশ কিছু কাজ করেছি। আমার জানা সবগুলো সফটওয়ারের মধ্যে এটি ছিল বেস্ট। বাংলা টাইপ করার অভ্যাস নাই তাই আজকে খুব বেশী কিছু লিখতে পারলাম না। তবে আপনারা যদি কেঊ আগ্রহী হন তাহলে আমি ভাবছি কিছু ভিডিও টিঊটোরিয়াল বানাবো যাতে সবাই খুব সহজে শিখতে পারেন।

তো কথা না বাড়িয়ে আসুন দেখে নি। এই সফটওয়ারে আমার ডিজাইন করা সর্বশেষ একটি প্রজেক্ট। আমাদের কে বলা হয়েছিলো একটি হেলথ সেন্টারের ডিজাইন করতে।



মাত্র দুই সপ্তাহের ভিতর পুরোটা ডিজাইন করা আবার সেটি REVIT এ মডেল করা আসলে বেশ কষ্টসাধ্য ছিল। বেশ কয়েকরাত না ঘুমিয়ে কাজ করতে হয়েছে। আমি চেয়েছিলাম খুব সিম্পল রাখতে। দেখুন আপনাদের কেমন লাগে।













সবার শেষে আমার আরও একটি ডিজাইন করা অফিস এর পিছনের ছবি।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:১৮

রূপংকর আমি বলেছেন: খুব ভালো রেনডারিং হয়েচে। only one suggestion, the cars are parked straight. Instead align them in Fish bone structure. It helps in parking more car and requires least space for steering during parking. Overall the work was really good. And keep moving

১১ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯

জ্যাকসন বলেছেন: I got your point. But that was the requirement to provide only 25 carbays in that pretty big site. So I did use a basic structure of parking. But I also had to rearrange parking position to suit my client’s requirements. As it is a health center, few other precautions was taken.Thank you for your suggestion

২| ১১ ই জুন, ২০১৩ রাত ১১:৩০

সজীব৬১৪ বলেছেন: 3D করা যায় ?
একটু জানাবেন ?

১১ ই জুন, ২০১৩ রাত ১১:৪২

জ্যাকসন বলেছেন: আপনার প্রশ্নটি বুঝতে পারছি না। প্রশ্নটি আবার করুন প্লিজ।

৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:২০

ঝটিকা বলেছেন: AUTO CAD এর উপর আমার আগ্রহ অনেক। অল্প বিস্তর পারি। রেভিটে কাজ করিনাই। তবে শিখতে চাই। ভিডিও টিউটোরিয়াল দিলে খুব ভালো হয়।

১২ ই জুন, ২০১৩ রাত ১২:২৮

জ্যাকসন বলেছেন: AUTO CAD পারলে REVIT ও অনেক সহজ লাগবে। আশা করি খুব তাড়াতাড়ি বানাতে পারবো। ধন্যবাদ।

৪| ১২ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৮

ঝটিকা বলেছেন: অনেক ধন্যবাদ। ইউ টিউবে আপ লোড করলে অনেক হিট হবে। কারন রেভিটে বিল্ডিং ডিজাইনের তেমন ভালো ভিডিও পাইনি। যা আছে তা মেকানিকাল ড্রইং। ভাইয়া কোথা থেকে শিখছেন?

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: Good attempt. Keep practicing.

I do professional works usually in REVIT.

Here are some samples.[img|http://cms.somewhereinblog.net/ciu/image/147955/small/?token_id=d50d883fe265952e4cfb24055bf83

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন:

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬

কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: YOU CAN PRODUCE WORKING DRAWING ALSO BY REVIT.

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১২

জ্যাকসন বলেছেন: You are good too.
Where do you work? I mean in a company or private business.
I wish I can do some work in Bangladesh. And one day I will.
Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.