নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

এবারের ঈদে আলোচনায় ৩২ কেজি ওজনের ষাঁড় ‘জ্যাক’ :(( :(

২৫ শে জুন, ২০২৩ রাত ৮:৫১



আমি আজ দুঃখ ভরাক্রান্ত হ্রদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুগণ :(( এমন অপমান আমি আমার জীবনে হইনি!! :(
নিউজটি দেখে আমি ঘন্টখানেক আজ্ঞান হয়ে পড়েছিলাম!! B:-) আমাকে আজ এও দেখতে হলো!! :||

ঘটনা হলো- এবারের ঈদে আলোচনায় দুই বছর বয়সী ৩২ কেজি ওজনের ষাঁড় ‘জ্যাক’ ষাঁড়টির বয়স দুই বছর হলো চলতি মাসেই। দেশি গরুর জাত হিসেবে প্রাপ্তবয়স্ক ষাঁড়টির ওজন ও উচ্চতা খুবই অস্বাভাবিক। কৃষকের গোয়ালে অন্য গরুর চেয়ে বেশি যত্ন পেয়েও আকার বাড়েনি এটি। এমন একটি ষাঁড়ের খোঁজ পাওয়া গেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গোলাঘাট গ্রামের টানভিটিপাড়া এলাকার কৃষক আবদুল ফালানের বাড়িতে। দুই বছর ধরে আবদুল ফালান গরুটি লালনপালন করছেন। তবে সম্প্রতি জানাজানি হওয়ায় খুদে আকারের এ গরুটি দেখতে প্রতিদিনই তাঁর বাড়িতে লোকজন আসছেন। ওই কৃষকের দুই সন্তান মিলে আদর করে ষাঁড়টির নাম দিয়েছে ‘জ্যাক’। =p~

গত শুক্রবার কৃষক আবদুল ফালানের বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির পাশের একটি জমিতে বাদামি রঙের ষাঁড়টিকে ঘাস খাওয়াচ্ছেন কৃষকের ছোট ছেলে মেহেদি হাসান। ষাঁড়টি দেখতে প্রায় বড় আকারের ছাগলের সমান। প্রাপ্তবয়স্ক অন্য গরুর মতোই ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে সে। আশপাশের গ্রামের বেশ কয়েকজন গরুটিকে দেখতে এসেছেন। তাঁরা ছবি তুলছিলেন। এর মধ্যেই গরুর ওজন মাপতে বড় বৈদ্যুতিক বাটখারা নিয়ে হাজির হন কৃষক আবদুল ফালান।

বাটখারায় রেখে ষাঁড়টির ওজন পাওয়া গেল ৩২ কেজি। পরে এর বিভিন্ন আঙ্গিকে দৈর্ঘ্য ও শরীরের বেড় মাপা হয়। ষাঁড়টির সামনের পায়ের ক্ষুরা থেকে শিনার গোড়া পর্যন্ত উচ্চতা ২৩ ইঞ্চি, পেছনের পায়ের গোড়া থেকে পিঠ পর্যন্ত ২৪ ইঞ্চি। শিং থেকে লেজের গোড়া পর্যন্ত দৈর্ঘ্য ৩২ ইঞ্চি।

গরুর এহেন নামকরনে আমি তেব্রো প্রতিবাদ জানাই!! :-P লালু, ভুলু, নাট, বল্টু দুনিয়ায় এত এত নাম থাকতে এই 'জ্যাক" নামটিই বেছে নিতে হবে কেন?? খুবই আপত্তিকর একটি নাম, আমি এর কঠিন প্রতিবাদ জানাচ্ছি!! X((

বিস্তারিত এখানে।

মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৩ রাত ৮:৫৬

শেরজা তপন বলেছেন: আলোচিত গরু জ্যাক এর বিধ্বংসী মায়াকাড়া চেহারা দেখেই বেশ খানিক্ষন হাসলাম! পোষ্ট আর কি পড়ব :) :)

২৫ শে জুন, ২০২৩ রাত ৯:০৩

জ্যাক স্মিথ বলেছেন: গরুর এহেন নামকরনে আমি তেব্রো প্রতিবাদ জানাই!! লালু, ভুলু, নাট, বল্টু দুনিয়ায় এত এত নাম থাকতে এই 'জ্যাক" নামটিই বেছে নিতে হবে কেন?? খুবই আপত্তিকর একটি নাম, আমি এর কঠিন প্রতিবাদ জানাচ্ছি!! :( :((

২| ২৫ শে জুন, ২০২৩ রাত ৯:০৫

শেরজা তপন বলেছেন: ভাগ্য ভাল জ্যাকের সাথে যদি স্মিথ জুড়ে দিত তাহলে কি কেলেঙ্কারিটাই না হোত! আপনারতো মুখ দেখানোই মুস্কিল হয়ে যেত।
তবুও শুকরিয়া করেন।

২৫ শে জুন, ২০২৩ রাত ৯:১৮

জ্যাক স্মিথ বলেছেন: ভাগ্য ভালো, তা না হলে কেলেঙ্কারীর এক শেষ হয়ে যেতো!! এখন তো তবুও এটাকে গুজব বলে চালিয়ে দেয়া যাবে। :-P

৩| ২৫ শে জুন, ২০২৩ রাত ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিঃসন্দেহে ক্ষুদে ষাঁড়টি খুবই ট্যালেন্টেড। তারা জানতে পেরেছিলেন 'জ্যাক' নামে একজন অতি ট্যালেন্টেড ব্লগার আছেন। তারা আর ঘোরাঘুরি করেন নাই নামকরণের ব্যাপারে।

২৫ শে জুন, ২০২৩ রাত ৯:৩১

জ্যাক স্মিথ বলেছেন: হাঃ হাঃ তা যা বলেছেন ব্রো, তবে ষাঁড়টি হয়তো ট্যালেন্টেড, কিন্তু আমি নই।
আর এটির নামকরণ যে করেছে তাকে নো-বেইল পুরুষ্কার দেওয়ার তেব্রো দাবী জানাচ্ছি!! =p~

৪| ২৫ শে জুন, ২০২৩ রাত ৯:৪৭

দারাশিকো বলেছেন: জ্যাক কমন নাম, স্মিথ যে নেয় নাই ভাগ্যিস। তাহলে কে আপনি আর কে উনি সেইটা নিয়ে আমাদের তালগোল পেকে যেতো নির্ঘাৎ

২৫ শে জুন, ২০২৩ রাত ১০:৩২

জ্যাক স্মিথ বলেছেন: এটা একটা গুজব, গুজব এসব নিউজ বিশ্বাস করবেন না। :D

আপনাকে স্বাগতম আমার নীড়ে।

৫| ২৫ শে জুন, ২০২৩ রাত ৯:৫৬

এইযেদুনিয়া বলেছেন: ষাঁড়টি আমার জেলার গর্ব সেক্ষেত্রে।

২৫ শে জুন, ২০২৩ রাত ১০:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: আহহ! তাই নাকি, তাই নাকি? আপনি যে গাজীপুর জেলার বাসিন্দা শুনে প্রীত হইলুম। :D

৬| ২৫ শে জুন, ২০২৩ রাত ১০:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্টে লাইক না দিয়ে পারলাম না। বুঝাগেল আপনার নামের জনপ্রিয়তা আছে।

২৫ শে জুন, ২০২৩ রাত ১০:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: পোস্ট'টা যে আপনার খুব পছন্দ হয়েছে তাহা কিন্তু আমি বুঝসি!! একটা না পাঁচটা লাইক মারেন :D

মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।

৭| ২৫ শে জুন, ২০২৩ রাত ১০:৫০

বিষাদ সময় বলেছেন: কোন ব্লগারের ষড়যন্ত্রে্ ইহা হইয়াছে কিনা তাহারও তদন্ত হওয়া দরকার...... :)

২৬ শে জুন, ২০২৩ রাত ১২:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: বিরোধী দলের কোন চক্রান্ত আছে কি না তা খাতিয়ে দেখার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হইবে। B:-/

তাছাড়া আন্তর্জাতিক কোন মহলের চক্রান্ত থাকলে থাকতেও পারে, ইদানিং NYtimes আমার পিছনে লাগছে "Who Is Jack Smith, the Special Counsel Who Indicted Trump?" বিশ্বাস করেন এটাও একটা ফেক নিউজ, ওই লোকের সাথে আমার কোন সম্পর্কই নেই। =p~



শুভেচ্ছা থাকবে সবসময়।

২৬ শে জুন, ২০২৩ রাত ১:০২

জ্যাক স্মিথ বলেছেন: তবে খুব সম্ভবত ট্রাম্প সাপোর্টারদের বিরুদ্ধে এই মিমটা বানানোর দায়ে, ট্রাম্প সাপোর্টাররা আমার পিছনে লাগছে। :-P



ভালো থাকবেন।

৮| ২৬ শে জুন, ২০২৩ রাত ২:৩৩

কাছের-মানুষ বলেছেন: ৩২ কেজি ওজনের ষাঁড়!!!!! দু বছর বয়সী একটি ষাঁড়ের ওজন এত কম হতে পারে ব্যাপারটি অবিশ্বাস্য! এই ষাঁড়ের দাম কত?

হিরো আলম, সালমান খান, শাহরুখ খান নামের গুরু প্রতি বছরই বাজারে আসে, সেই হিসেবে আপনি ভাগ্যবান আমি বলব!!

২৬ শে জুন, ২০২৩ সকাল ১০:১৫

জ্যাক স্মিথ বলেছেন: নামের কারণে এই ষাঁড়টি যে হারে জনপ্রিয়তা পাচ্ছে, তাতে মনে হচ্ছে কম করে হলেও এটা ১০ লাখ টাকায় বিক্রি হবে। :-P

এই গরুটি আমাকে তো হিরোদের কাতারে নামিয়ে দিলো, নিজেকে এখন হিরু হিরু লাগছে। B-)

ভালো থাকবেন সবসময়, হ্যাপি ট্র্যাভেলিং ।

৯| ২৬ শে জুন, ২০২৩ দুপুর ১২:৩৭

শায়মা বলেছেন: জ্যাক ভাইয়ু তোমার একটা ছবি দিয়ে দাও আর ওজনটাও বলে বুঝিয়ে দাও যে এটা খুবই অন্যায় হয়েছে।

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:০৫

জ্যাক স্মিথ বলেছেন: আয় হায় আপি, বলেন কি!! আপনি এখনো আমাকে দেখেননি? :-B এই পোস্টে'র শুরুতেই দেখবেন একটি ছবি দেয়া আছে, ওটাই হলাম আমি, বাংলাদেশের সবাই এখন আমাকে চিনে। বিশ্বাস না হলে ওটার গায়ে দেখেন নামও লেখা আছে। এবং পোস্টে ওজন, উচ্চতা সবই উল্লেখ করে দেয়া আছে। :-P

তবুও যদি বিশ্বাস না করেন তাহলে নিচের এই ছবিটির নাকের হলুদ বিন্দুর দিকে ১০ সেকেন্ড অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকুন তারপর চোখ ডানের সাদা অংশে সরান, তাহলেই আমাকে দেখতে পাবেন ফর শিউর। B:-)



আমার পেজ এ আপনাকে স্বাগতম।

১০| ২৬ শে জুন, ২০২৩ দুপুর ২:৩৮

ফুয়াদের বাপ বলেছেন: পোষ্টের চাইতে মন্তব্যগুলো বেশি মজাদার। শেরজা তপন ভাইয়ের সাথে সহমত-ভাগ্য সুপ্রসন্ন যে জ্যাক এর সাথে স্মিথ জুড়ে দেয়নাই তা না হলে কি কেলেঙ্কারীই না হতো। আপনার সাথে আধা মিল থাকাতেই বুঝা যাচ্ছে ষাঁড়টি খুবই ট্যালেন্টেড-সোনাবীজ। আপনি নি:স্বন্দেহে জনপ্রিয় ব্লগার তাই আপনার নামে নামকরন করে ষাঁড় এসেছে যেমনটা অন্য হিরোদের ক্ষেত্রে ঘটে-কাছের মানুষ। অবশেষে শায়মাপুর সাথে আমিও জোর দাবি করছি-প্লিজ ব্লাগ জাতিকে জানিয়ে দিন।

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৭

জ্যাক স্মিথ বলেছেন: ওই ষাঁড়ের কল্যাণে দেখছি আমি হিরো হয়ে গেলাম, নিজেকে কেমন যেন হিরু হিরু লাগসে!! B-)
জ্যাকের সাথে স্মিথ জুড়ে দিলে আমি তো বিশ্ব স্টার হয়ে যেতাম। =p~
নহ্ ষাঁড়টি হয়তো ট্যালেন্টেড কিন্তু আমি নই।
শায়মা আপির কমেন্টে দেখেন, আমার আসল ছবি দিয়ে দিয়েছি। :-B

প্রাণোচ্ছল মন্তব্যের জন্য, কৃতজ্ঞতা।

১১| ২৬ শে জুন, ২০২৩ দুপুর ২:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


টাইটানিকের জ্যাকও ছবির মতন ছিলো,আপনি জানি দেখতে কি রকম!

২৬ শে জুন, ২০২৩ বিকাল ৩:২৮

জ্যাক স্মিথ বলেছেন: নাহ আমি টাইটানিকের জ্যাক নই, আমি হলাম ক্যাপ্টেন জ্যাক। :D



ভালো থাকবেন, ব্রো।

১২| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: বিচিত্র।

২৭ শে জুন, ২০২৩ সকাল ১০:২৪

জ্যাক স্মিথ বলেছেন: আসলেই দুনিয়াডা খুবই বিচিত্র!!

১৩| ২৭ শে জুন, ২০২৩ ভোর ৪:১০

চারাগাছ বলেছেন:
আপনি এমনিতেই বিখ্যাত।

২৭ শে জুন, ২০২৩ সকাল ১০:২৫

জ্যাক স্মিথ বলেছেন: =p~ =p~ =p~

১৪| ০৫ ই জুলাই, ২০২৩ সকাল ১১:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বেচারা কৃষকের আপনাকে, ও স্যরি, ষাঁড়টাকে পালতে গিয়ে লস হয়ে গেল।

০৬ ই জুলাই, ২০২৩ রাত ১১:০২

জ্যাক স্মিথ বলেছেন: তা অবশ্য ঠিক, কিন্তু ওটা এতদিনে পেটে চালান হয়ে গিয়েছে। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.