নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে না | খেলাফত প্রতিষ্ঠা বিষয়ে আলোচনা

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৪৩



আলোচনা সভার শিরোনাম ছিল ‘পিলখানা হত্যাকাণ্ড: হাসিনা ও ভারতের ষড়যন্ত্র’। তবে এই শিরোনামের ওপর আলোচনা হয়েছে সামান্যই। মূলত আলোচনা হয় ‘ইসলামি খেলাফত প্রতিষ্ঠা’ নিয়ে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল ‘বাংলাদেশ পলিসি ডিসকোর্সের (বিপিডি)’ ব্যানারে। আলোচনা সভায় মূল আলোচক মো. জোবায়েরের পরিচয় দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং হিযবুত তাহরীরের সদস্য হিসেবে।

সভায় ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত এনায়েত উল্লাহ আব্বাসী দেশে ‘ইসলামি খেলাফত’ প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য দেন। সংবিধান বাতিল করে ‘শরিয়া আইনে’র ভিত্তিতে নতুন সংবিধান তৈরি ও দেশ পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

হিযবুত তাহরীরের প্রতি নিজের সমর্থন জানিয়ে এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ‘হতে পারে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কোন পদ্ধতি লালন করবে, এই ক্ষেত্রে মতানৈক্য থাকতে পারে, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এ দেশের মানুষ।’

সভায় হেলাল তালুকদার নামের একজন বক্তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় সাবেক সরকারি কর্মকর্তা হিসেবে। তিনি বলেন, ‘গণতন্ত্র মানুষকে মুক্তি দিতে পারে না। আলোচনায় বক্তাদের বক্তব্যে দুর্দান্ত একটা কথা এসেছে। সেটি হলো, খেলাফত অর্থাৎ ইসলামি শাসনব্যবস্থা।’ হিযবুত তাহরীরের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, হিযবুত তাহরীরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তারা অন্তত চুরি করবে না।

বিস্তারিত।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৫

প্রহররাজা বলেছেন: ইহুদি, কাফের, বিধর্মী দের তৈরি সব টেকনোলজি বয়কট করেন, খেলাফত আন্দোলন চাংগে উঠবে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩১

জ্যাক স্মিথ বলেছেন: ঠিক ঠিক! এসব শয়তানের বাক্স সব পুড়িয়ে ফেলতে হবে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩৭

কামাল১৮ বলেছেন: খেলাফতের জন্য আইএস মতাদর্শ লাগবে।তখন আমেরিকা রাশিয়া ভারত একযোগে আক্রমন করবে।যেমন করেছিলো ইরাক সিরিয়ায়।
অনেকের ধারনা আমেরিকা সহযোগিতা করলে বাংলাদেশ উত্তর কোরিয়া বা সিঙ্গাপুর হয়ে যাবে।ভুল ধারনা।আমেরিকার কালচার আমরা কখনো গ্রহন করতে পারবোনা।আমরা যেই তিমিরে সেই তিমিরেই থাকবো।বড়জোর আমরা পাকিস্তান ,আফগান বা ইয়েমেনের মতো হতে পারবো।মিশরের মতোও কোনদিন হতে পারবো না।মিশরের প্রাচীন ঐতিহ্য আছে।আমাদের আছে মৎস্য মারিব খাইবো শুখে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: আমরা যেই তিমিরে সেই তিমিরেই থাকবো - এটাই হচ্ছে শেষ কথা।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৩৫

কামাল১৮ বলেছেন: এটা ঠিক বলেছে যে তারা চুরি করবে না।তারা সম্পদের সৃষ্টি করবে না তো চুরি করবে কি।সম্পদ থাকলেতো চুরি করবে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: খেলাফতই যদি না থাকে তাহলে সম্পদ দিয়ে কি হবে?

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৪

ধুলো মেঘ বলেছেন: কামাল১৮, আওয়ামী লীগ সম্পদ সৃষ্টি করে চুরি করেনি। তার ঋণ করে চুরি করেছে। ব্যাঙ্কের সাধারণ মানুষের আমানতের টাকা কোন সম্পদ নয় - এগুলো ব্যাঙ্কের দায়। এই টাকা এস আলম গ্রুপ নামে বেনামে কোম্পানি খুলে চুরি করে এর ভাগ রেহানা আর জয়কে দেয়ার মাধ্যমে খালাস করা হয়। ২১ হাজার কোটির পদ্মা সেতু ২৯ হাজার কোটির প্রকল্প দেখিয়ে ৮ হাজার কোটি লোপাট করে।

মোল্লারা যদি এভাবে সম্পদ সৃষ্টি না করতে পারে, তাহলে দেশটা বেঁচেই যায়।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭

জ্যাক স্মিথ বলেছেন: আমি মোল্লাদের অন্তত একবারের জন্য হলেও ক্ষমতায় দেখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে দেশের মানুষ ধর্মভীরু হলেও রাজনীতিতে তারা আওয়ামী এবং বিএনপি বলয়েই আবদ্ধ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

নতুন বলেছেন: হিযবুত তাহরীরের প্রতি নিজের সমর্থন জানিয়ে এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ‘হতে পারে খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কোন পদ্ধতি লালন করবে, এই ক্ষেত্রে মতানৈক্য থাকতে পারে, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার পক্ষে এ দেশের মানুষ।’

বর্তমানের শিক্ষিত জনগন ইসলামী খেলাফত বা কোন ধর্মীয় মতাদর্শের সরকারকে সমর্থন করবেনা।

আগে বাকস্বাধীনতা ছিলো না তাই ওয়াজে মানুষের আকর্ষন বেশি ছিলো, এখন মানুষ ওয়াজের দিকে ঝুকবেনা।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১

জ্যাক স্মিথ বলেছেন: হিযবুত তাহরিকে আমি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিসেবে জানতাম কিন্তু এত তাড়াতাড়ি তারা গুহা থেকে বের হলো কিভাবে তা আমার মাথায় ধরছে না।

আমি মোল্লাদের অন্তত একবারের জন্য হলেও ক্ষমতায় দেখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে দেশের মানুষ ধর্মভীরু হলেও রাজনীতিতে তারা আওয়ামী এবং বিএনপি বলয়েই আবদ্ধ, তবে জামাত এবার চমক দেখাতে পারে।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৫

ঢাবিয়ান বলেছেন: ইসলামোফোবিয়ার জমানা শেষ। ইসলামি দলগুলো নিয়ে নিয়ে আপনাদের কথাবার্তার এখন একফোটা দাম নাই মুসলিম দেশগুলোতে খেলাফত একটা মতবাদ। সুতরাং এরা এদের মতবাদ এখন স্বাধীনভাবে প্রচার করতেই পারে। এবং দেশের জন্যই সেটা ভাল। আগে লুকিয়ে চুরিয়ে এইসব দল করতে হত বলে , অনেকেরই এদের প্রতি আগ্রহ ছিল। এরা যখন খোলাখুলিভাবে এদের আলতু ফালতু ধর্মীয় বয়ান নিয়ে সামনে হাজির হবে , তখন আপনাতেই এদের নিয়ে হাসাহাসি শুরু হবে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১১

জ্যাক স্মিথ বলেছেন: 'ইসলামোফোবিয়া' টার্মটা ইসলামের জন্যই অবমানাকর বলে আমি মনে করি। শুধু শুধু বিনা কারণে কোন কিছুতে মানুষ ফোবিয়ায় আক্রান্ত হয় না- করা আছে সর্প ফোবিয়া, কারো আছে বিচ্ছু ফোবিয়া, আবার কারো আছে ভুমিকম্প ফোবিয়া...ইত্যাদি আবার অনেকেই ইসলামোফোবিয়া আক্রান্ত হয় এর পিছনে অবশ্যই কোন কারণ রয়েছে, বিনা কারণে এমনটি হবার কথা নয়। তাছাড়া পৃথিবীতে অন্যন্য ধর্ম এবং জাতিগোষ্ঠী রয়েছে তাদের প্রতি মানুষ ফোবিয়ায় আক্রন্ত হয় কি না সে বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।

জোড় করে কোন কিছুই দমিয়ে রাখার পক্ষে আমি নই, যে যা প্রচার করতে চায় তা তাদের করতে দেয়া উচিৎ।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


পতাকা অর্ডার করে বানানো হচ্ছে, সবাইকে এটার নিচে আসতে হবে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৭

জ্যাক স্মিথ বলেছেন: আমি আর কোন রিস্ক নিতে রাজি নই, জনগণ যেদিকে আছে আমিও সেই দিকেই আছি। কোন পতাকার নিচে বসে আছি সেটা বড় কথা নয়, মূল বিষয় হচ্ছে যে পতাকার নিজে বড় জামায়েত হবে আমি সেই পতাকার নিচেই বসবো, মানে যে দিকে বেশি ধোঁয়া উড়বে সে দিকেই দৌঁড় লাগাতে হবে, এটা হচ্ছে নিরাপদ থাকার সবচেয়ে নিরাপদ কৌশল।

যেখানেই থাকুন ভালো থাকুন।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫২

মোঃ মােজদুল ইসলাম বলেছেন: ভাই খুব বিপদে আছি। মসজিদে জুম্মার দিনে খিলাফত খিলাফত করতে করতে হুজুর মাথা খারাপ কইরা ফালাইলো।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৩

জ্যাক স্মিথ বলেছেন: ভয়ে আছি এই ভেবে যে ঢাকা না আবার গাজায় রুপান্তর হয়, বিশ্বের যেখানেই ধর্মভীত্তিক রাজনৈতিক কালচার চালু আছে সে অঞ্চলের অবস্থা ভয়াবহ বিশেষ করে: প্যালেস্টাইন, ইয়েমেন, সিরিয়া, সুদান, সোমালিয়া ইত্যাদি।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০০

কামাল১৮ বলেছেন: জনগন দাস ব্যবস্থার পক্ষে ছিলো,সতিদাহের পক্ষে ছিলো।আরো এমন হাজারো কুসংস্কারে পক্ষে ছিলো।নয়তো এই সব কুসংস্কার হাজার হাজার বছর ধরে চলতে পারতো না।প্রথম একজনই প্রতিবাদ করেছে। তার পর হাজার হাজার মানুষ সমর্থন করেছে।তবেই না এই সব পরিবর্তন সম্ভব হয়েছে।
জনগনের পক্ষে আছি বলে, নিজে যেটা ভুল মনে করবেন সেটা না বলে,জনগনের ভুল মনে করাটাকে সমর্থন করা মানে নিজের সাথে নিজে প্রতারণা করা।

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: রাইট অন, কিন্তু কথায় আছে চাচা আগে নিজের প্রাণ বাঁচা। বেঁচে থাকতে হলে মানুষকে কত কি করতে হয়।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



কামাল১৮ বলেছেন: খেলাফতের জন্য আইএস মতাদর্শ লাগবে।তখন আমেরিকা রাশিয়া ভারত একযোগে আক্রমন করবে।যেমন করেছিলো ইরাক সিরিয়ায়। অনেকের ধারনা আমেরিকা সহযোগিতা করলে বাংলাদেশ উত্তর কোরিয়া বা সিঙ্গাপুর হয়ে যাবে।ভুল ধারনা।আমেরিকার কালচার আমরা কখনো গ্রহন করতে পারবোনা।আমরা যেই তিমিরে সেই তিমিরেই থাকবো।বড়জোর আমরা পাকিস্তান ,আফগান বা ইয়েমেনের মতো হতে পারবো।মিশরের মতোও কোনদিন হতে পারবো না।মিশরের প্রাচীন ঐতিহ্য আছে।আমাদের আছে মৎস্য মারিব খাইবো শুখে।

এই একই মাল বেইচা আর কয়দিন খাবেন?/ধান্ধাবাজি এবার রাখেন। আপনাদের চেতনাবাজীর ভণ্ডামি দেখতে দেখতে মানুষ বিরক্ত! কোন দাড়ি টুপি পরা লোক তো এতোদিন দেশ চালায়নি! তবুও ২৩+৫৩= ৭৬ বছর পরেও বিশ্ব ইনডেক্সে বাংলাদেশের তলানিতে থাকার দোষ কেন চাপানো হয়েছে দাড়ি টুপি পরা মানুষের উপর? অথচ এই মানুষগুলো ক্ষমতায় তো ছিলোই না, উপরন্তু এরা ক্ষমতার যাঁতাকলে হয়েছে নির্যাতিত নিষ্পেষিত। এখানেই শেষ নয়, এই নির্যাতন নিষ্পেষনের পর রাষ্ট্রীয়ভাবে দূর্নীতিগ্রস্থ ও পিছিয়ে থাকার দোষও তাদের ঘারেই চাপানো হয়েছে। শুধু তাই না, প্রচার করছেন এই মানুষগুলো ক্ষমতা পেলে দেশ তিমিরে ঢুবে যাবে। অথচ গত ২৩+৫৬ বছর তো প্যান্ট শার্ট পরা লোকেরাই ক্ষমতায় ছিল, তো তারা দেশকে কোন আলোটা দিয়েছে? এরমধ্যে ২৫ বছর তো স্বাধীনতার আপনারই মানে চেতনাবাজরাই শাসন করছেন। আবার এই ২৫ বছর শাসনের ১৫ বছর (৭২-৭৫ এবং ১৪-২৪) তো সংসদের শতভাগ আসন এবং ৫ বছর (০৯-১৩) সংসদের দুই-তৃতীয়াংশেরও বেশি আসন দখল করে রাষ্ট্র চালিয়েছেন। এতো সুযোগ পেয়েও আপনারা, মানে স্বাধীনতার চেতনাবাজ পোগোতিশীল সেকুলার শক্তি দেশকে আলোকিত কোন আলো দিয়েছেন? সেই তো সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে চোর ডাকাত দূর্নীতিবাজদের ক্ষমতা কায়েম করে দেশকে ভারতের ক্রীতদাস বানিয়েছেন.

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৫

জ্যাক স্মিথ বলেছেন: কামাল সাহেব একজন গণতন্ত্র প্রেমী মানুষ তাই জনগনের ভোটে যদি কোন ইসলামিক দল ক্ষমতায় আসে তাহলে তার অনুযোগের কিছু দেখি না।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৮

কামাল১৮ বলেছেন: ইসলামে গনতন্ত্রের লেশমাত্র নাই।তারা চায় খিলাফত।যারা গনতন্ত্রের কথা বলে তারা মডারেট মুসলমান ।যেটা মৌলিক ইসলাম থেকে পার্থক্য আছে।মৌলিক ইসলামের ধারকরাই মৌলবাদী নামে পরিচিত।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫

জ্যাক স্মিথ বলেছেন: বাঙালী জাতির জন্য খিলাফত শাসন ব্যবস্থা হবে উত্তম শাসন ব্যবস্থা।

-কেউ কেউ বলছে এসব মোল্লা গোষ্ঠী নিয়ে আমেরিকা নাকি দেশে ষড়যন্ত্রের জাল বুনছে।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: খেলাফত প্রতিষ্ঠা করলে দেশে কোনো মোল্লা থাকবে না, একপক্ষ অন্যপক্ষের কল্লা কাটার ফতোয়া দিবে, একপক্ষ কল্লা ফেলবে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে, অন্যপক্ষ ফেলবে গোপনে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: তবুও দেশে খিলাফত কায়েম হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.