নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
২০১৪ সালেই এই যুবকের হত-পায়ের রগ কেটে দেয়া হয়েছিল, বহু চিকিৎসার পরও তার ডান পা'টি আর রক্ষা করা যায়নি বাধ্য হয়ে ডাক্তাররা তার ডান পা হাঁটু থেকে কেটে প্লাস্টিকের পা লাগিয়ে দেয়। বিগত ১০ বছর ধরেই ছেলেটি অসুস্থ জীবন যাপন করে আসছিলো। গতকাল সে ডিসপেন্সারিতে যায় ওষুধ কিনতে আর তখনই শান্তিপূর্ণ জনতা তার উপর আক্রমণ চালিয়ে প্রথমে তার ভালো পা'টিও ভেঙ্গে দেয় অতঃপর শান্তিপূর্ণভাবে তাকে হত্যা করে।
মৃত্যুর আগে এক ভিডিওতে ছেলেটিকে বলতে শুনা যায়: ‘আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই। আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ওরা আমাকে ধরেছে। কিন্তু আমার পা ২০১৪ সালে কেটেছে ভাই। রগটগ সব কাটা ভাই। আমি তো অনেক দিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই।
বিস্তারিত দেখুন: প্রথম আলোতে
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৯
জ্যাক স্মিথ বলেছেন: হতে পারে অনেক কিছুই, আগে যেমন সব অপকর্মের দায় চাপানো হতো জামাত-শিবিরের উপর এখন তার উল্টোটা হচ্ছে এই আর কি। তবে আমি জনগণের পক্ষেই আছি, যুবকটি মনে হয় খারাপ ছিলো তাই জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলেছে, জনগনের বিচার হচ্ছে সবচেয়ে সঠিক বিচার।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৬
মুদ্দাকির বলেছেন: আওয়ামী ভারতীয় নাটক জনগণকে বুঝতে হবে সাবধান হতে হবে।।
যার আওয়ামী চাটার দল ছিলেন তারাও সতর্ক থাকুন।।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
জ্যাক স্মিথ বলেছেন: জনগণ কখনো ভুল করে না তারা সঠিক কাজটিই করেছে।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল্লাগে না আর এসব আল্লাহ দেশে শান্তি দেও
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: আমাদের দেশের শান্তিপূর্ণ জনগণের উপর আস্থা রাখুন, তারা দেশে শান্তি কায়েম করবে।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২২
হাসান মাহবুব বলেছেন:
অর্থাৎ এই সমন্বয়ক মনে করেন যে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ "ধরা পড়া" খুবই স্বাভাবিক ঘটনা এবং এটা ঠিক আছে।
ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সবাইকেই যদি শত্রু ভেবে ধরা শুরু হয়, তাহলে মোট কত মানুষ ধরা হবে তার হিসাব আছে? তাদের পরিবার, বাবা-মা, সন্তান সন্ততি আছে। কত মানুষ তাদের সাথে কানেক্টেড। এদের সবাইকেই এখন জনতা গিয়ে গিয়ে ধরবে?
এটা কোনোমতেই ভালো তো না'ই, বাস্তবানুগও না, এবং সমন্বয়কদের অনেকের মধ্যে সেই বোধটাও নাই। আর সরকার কবে থেকে কঠোর হবে তাও জানি না।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪১
জ্যাক স্মিথ বলেছেন: "ছাত্রলীগ কর্মী ধরা পড়েছে" - এই কথাটি আমি ঠিক কিভাবে বিশ্লেষণ করবো তা জানিনা, তাছাড়া সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলা ঠিক হবে না, উনারা জ্ঞানী মানুষ।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৫
নতুন বলেছেন: কোন হত্যাই সমর্থন করা যাবেনা। সমাজে এতো খুনী ঘুরে বেড়ালে কখনোই শান্তি আসতে পারেনা।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫১
জ্যাক স্মিথ বলেছেন: জনগণ বিচারকার্য তাদের হাতে তুল নিয়েছে, তারা এখন ন্যায় বিচার কায়েম করছে, আমি জনগণের সাথেই আছি।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫১
রাসেল বলেছেন: আইনের প্রয়োগ আইন প্রয়োগকারী সংস্থার হাতে থাকা উচিত । অন্যথায় দুষ্ট লোক সুযোগের অপব্যবহার করবে ।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
জ্যাক স্মিথ বলেছেন: জনগণই হচ্ছে সকল আইনের উৎস।
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এসব নেহায়েত মন্দ কাজ।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৬
জ্যাক স্মিথ বলেছেন: জনগণ যা করে তা জেনে বুঝেই করে ইহা মন্দ কাজ হতে যাবে কেন?
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
কিরকুট বলেছেন: একটা ব্যাপার জানতে চাই৷ এই ছেলে কি সেই ছেলে যে গু আজমের কফিনে জুতা মারছিলো?
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
জ্যাক স্মিথ বলেছেন: I'm not sure
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আলহামদুলিল্লাহ।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
জ্যাক স্মিথ বলেছেন: ঝাঝাখায়েরাল্লাহ
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮
হাসান মাহবুব বলেছেন: @কিরকুট, এটা সে না। আপনি যার কথা বলছেন সে একজন একটিভ ব্লগার ছিল এখানকার। তার নাম বাঁধন।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯
জ্যাক স্মিথ বলেছেন: কারো নাম টাম উল্লেখ করে কাউকে বিপদে ফেলে দিবেন না।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৩
হাসান মাহবুব বলেছেন: বিপদে পড়ার কিছু নেই। সে বিদেশে রাজনৈতিক আশ্রয়ে থাকে। আর এইসব ব্যাপারে তার লুকোছাপা নেই। তবে আপনি চাইলে কমেন্ট দুটো মুছে দিতে পারেন। আর কিরকুটকে রিপ্লাই দিতে পারেন যে এটা সে না।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
জ্যাক স্মিথ বলেছেন: ঠিক আছে, আশা করি কিরকুট আপনার এ মন্তব্য দেখবে।
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪১
এক্সম্যান বলেছেন: স্বাধীনতা ব্যবসাহীদের চালু করা এই কুট রাজনীতি দ্রুত বন্ধ হওয়া উচিৎ, আশা করি সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারবে যদিও স্বাধীনতা ব্যবসাহীদের দালালরা এখনো সর্বত্র বিরাজমান। তারা সরকারকে সহজেই সব কিছু দ্রুত করতে দিবেনা।
আপনার পেইনটা বুঝি, নেত্রী আপনাদের ফালায়ে পালিয়ে গেছে... তবে বিশ্বজিতকে যারা হত্যা করেছিল তারা যেমন জংগী ছিল এই লোকের হত্যাকারিরাও তেমনি জংগী। আবার এইলোক যে জংগী ছিল না তাও প্রমানিত নয়, তবে বিগত সময়ে জংগী থাকলেও বিনা বিচারে হত্যা জঘন্য অপরাধ।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৫
জ্যাক স্মিথ বলেছেন: নাহ আমার কোন পেইন নেই, আমি আম জনতার সাথেই আছি, হত্যা মিশন চলুক।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: আমার কোন নেতা, নেত্রী বা বড় ভাই নেই, এই সব আমি কেয়ার কি না।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০০
এম ডি মুসা বলেছেন: মানুষ মারার অধিকার কারো নেই।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
জ্যাক স্মিথ বলেছেন: মানুষ আজ তাদের অধিকার নিজ হাতে তুলে নিচ্ছে, বাপের কাছ থেকে ছেলে তার অধিকার আদায় করে নিচ্ছে, শিক্ষকের কাছ থেকে নিচ্ছে ছাত্ররা।
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০১
এম ডি মুসা বলেছেন: যে রাজনীতিতে দমন পীড়ন চলে,
আমাকে পাবে না কখনো এমন দলে।
যেখানে রোপিত হয় হিংসার বীজ,
নিজ উদ্যোগে ফিরে আসি সেই নিজ।
যেখানে সত্য হানাহানি ঠাঁই ধরে,
সেখানে বলেন কিভাবে থাকব পরে।
যেখানে সত্য জালেমেই পায় ঠাঁই
ওইখানে আর আমাকে পাবে না তাই।
যেখানে দলীয় প্রভাবে দেশটা কাঁপে,
দলীয় লোকের আয়নায় ছবি ছাপে
বিরোধী দলের দমন পীড়ন চলে,
সেখানে কেবল নিন্দার ক্ষোভ গলে।
হয়েছে যুদ্ধ মুক্তির দাবিতে দেশ,
লাখো বাঙালির জীবন হয়েছে শেষ।
বাঙালি বাঙালি ঐক্য জাতিতে গুণ,
নিজেরা নিজেরা করবে কেনোই খুন।
হায়নার ক্ষুধা বাঙালির হয় নারে,
বাঙালি মায়ের মমতা স্নেহের ধারে।
নোংরা চিন্তা দূষিত বিবেক বুদ্ধি ,
দরকার আজ কেবল আত্মশুদ্ধি।
-মুসা
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
জ্যাক স্মিথ বলেছেন: সময়োপযোগী জ্বালাময়ী কবিতা।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই পর্যন্ত মেরে ফেলার যে সকল পদ্ধতি আবিষ্কৃত হয়েছে বিশেষ করে বাংলাদেশে তাদের মধ্যে পিঠে রেফলতা হচ্ছে একটা অন্যতম নির্মাণ ও নৃশংস হত্যাকাণ্ড।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই পর্যন্ত মেরে ফেলার যে সকল পদ্ধতি আবিষ্কৃত হয়েছে বিশেষ করে বাংলাদেশে তাদের মধ্যে পিটিয়ে মেরে ফেলাটা হচ্ছে একটা অন্যতম নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
জ্যাক স্মিথ বলেছেন: ঠিক ঠিক
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৯
শ্রাবণধারা বলেছেন: নিঃসন্দেহে এটা একটা ঘৃণিত কাজ, এবং যারা এই কাজে জড়িড় তাদের বিচার দাবী করছি।
তবে, আপনি পরিহাস করে "আলহামদুলিল্লাহ" লিখেছেন দেখে দুঃখিত হলাম।
এই ঘটনার মত সম্প্রতিক সময়ে ঘটা যে অপকর্ম গুলো আপনার চোখে পড়ছে, সেগুলো নিয়ে নির্মোহ ভাবে লিখলেই বেশ ভালো কজ হবে বলে মনে করি।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
জ্যাক স্মিথ বলেছেন: অন্তত একজন মানুষ পেলাম যে "আলহামদুলিল্লাহ" লেখার কারণে প্রতিবাদ করেছে। কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে উল্লাস প্রকাশ করা জঙ্গি মানসিকতার লক্ষণ, অথচ আজকাল মানুষ এসবকেই সাপোর্ট করে যাচ্ছে যা খুবই উদ্ব্যেগজনক।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
জ্যাক স্মিথ বলেছেন: আজকাল দেশের কোন বিষয় নিয়ে আর লেখালেখি করবো না ভেবেছি, তারচেয়ে বরং কি ঘটে তা বসে বসে দেখি।
কোন কিছুতে মতামত দেওয়াও আজকাল রিস্কি।
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০০
আহলান বলেছেন: ঘটনাটি খুবই স্পর্শ কাতর ও দুঃখজনক। তবে প্রশ্ন থেকেই যায়, এতো আওয়ামিলীগ জীবিত বেঁচে আছে, মাইর খায়া মরতেছে না, এই বেচারা কেনো আওয়ামিলীগ করার জন্যেই এই সময়ে মরলো? এমনতো নয় যে, আওয়ামিলীগের লোকজনই তাকে মেরে জনগনের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করছে? অসম্ভব কিছুই না। কারণ সে মরার আগে বলেছে সে আওয়ামিলীগ করা ছেড়ে দিয়েছে, সুতরাং তার উপরে লগি বৈঠা নিয়ে ঝাপিয়ে পড়তে তো সমস্যা নাই, কারণ তারা বিপক্ষ দলকে এভাবেই এতো কাল মেরে এসেছে। কারণ তারা আওয়ামিলীগ, মানুষ না! এটা আমার একটা ধারণা আর কি!